ভেনেজুয়েলা ধনী নাকি গরিব দেশ?

প্রাকৃতিক সম্পদে ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। কিন্তু ২০০০ সাল থেকে দেশটিতে অর্থনৈতিক মন্দা চলছে। ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ আছে। দেশটির আয় ও অর্থনীতির প্রধান উৎসই হলো তেল।
কিন্তু শুধুমাত্র তেলের ওপর নির্ভরশীলতা ও অর্থনীতিকে অন্যখাতে নিতে না পারার কারণে, সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের আমলে ব্যাপক অব্যবস্থাপনা এবং সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা আর্থিকভাবে আরও ভঙ্গুর হয়ে গেছে। তারা পরিণত হয়েছে গরিব দেশে।
ভেনেজুয়েলা এখন উচ্চ মুদ্রাস্ফীতি, ব্যাপক অপরাধপ্রবণতা এবং বেকারত্বে জর্জরিত।
২০২২ সালে যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাধে তখন বিশ্বে তেলের চাহিদা বেড়েছিল। তখন ভেনেজুয়েলার অবস্থাও কিছুটা ভালো হয়েছিল। কিন্তু গত কয়েক বছর ধরে দেশটি আবারও ব্যাপক দারিদ্রতা ও ক্ষুধার কবলে পড়েছে।
আর এ কারণে ভেনেজুয়েলা থেকে হাজার হাজার মানুষ অন্য দেশে চলে গেছেন।
এদিকে আজ শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটির ডেল্টা ফোর্স প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে।
ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, মাদুরো ও তার স্ত্রী এখন কোথায় আছেন এ ব্যাপারে তারা জানে না। তারা জীবিত আছেন কি না সে ব্যাপারে জানাতে যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছে সরকার।
সূত্র: আলজাজিরা
এমটিআই