ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের নিন্দা রাশিয়ার

রাশিয়া ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। মস্কো বলেছে, এই হামলার কোনো গ্রহণযোগ্য যৌক্তিকতা নেই এবং কূটনীতির চেয়ে আদর্শগত বিরোধিতা প্রাধান্য পেয়েছে।
শনিবার মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলা রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাতে কারাকাসকে সহায়তার প্রতিশ্রুতি দিতে ক্রেমলিন এখনো কোনো ঘোষণা দেয়নি।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের পদক্ষেপকে ন্যায্যতা দেওয়ার জন্য যে অজুহাত ব্যবহার করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। আদর্শগত বৈরিতা বাস্তববাদী কূটনীতিকে পরাজিত করেছে।’
বিবৃতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাম উল্লেখ করা হয়নি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শনিবারের সামরিক অভিযানে দক্ষিণ আমেরিকার এই দেশের নেতাকে আটক করা হয়েছে।
রাশিয়ার বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার জনগণের সঙ্গে আমাদের সংহতি পুনর্ব্যক্ত করছি। মার্কিন হামলায় কোনো রুশ নাগরিক আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এমজে