ভেনেজুয়েলা চলবে যুক্তরাষ্ট্রের নির্দেশনায়, দেশটির তেলও বিক্রি করবে তারা

ভেনেজুয়েলা কীভাবে চলবে তার নির্দেশনা দেবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে তাদের তেলও বিক্রি করবে যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রী ও কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউজের প্রেসসচিব ক্যারোলিন লেভেট বলেন, “আমরা ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীর সমন্বয় করছি। তাদের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নির্দেশনায় হবে।”
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, অর্থনেতিক চাপের মাধ্যমে ভেনেজুয়েলার সরকার চালাবেন তারা।
তেল বিক্রির ব্যাপারে দেশটির জ্বালানি মন্ত্রণালয় বলেছে, তারা ইতিমধ্যে ভেনেজুয়েলার তেলের ‘মার্কেটিং’ শুরু করেছে এবং ভেনেজুয়েলার যেসব তেল বিক্রি করা হবে সেগুলোর অর্থ নেওয়া হবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংকে।
ভেনেজুয়েলার তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে উল্লেখ করে জ্বালানি মন্ত্রণালয় আরও বলেছে, “এই অর্থ মার্কিন সরকার তাদের নিজস্ব বিবেচনায় আমেরিকা এবং ভেনেজুয়েলার জনগণের কল্যাণে খরচ করবে। প্রায় ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল বিক্রির মাধ্যমে এই প্রক্রিয়া এখনই শুরু হচ্ছে এবং এটি অনির্দিষ্টকাল ধরে চলবে।”
তেল বিক্রির এই অর্থ কীভাবে খরচ হতে পারে সেটিও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ভেনেজুয়েলা তাদের এই অর্থ দিয়ে কেবল আমেরিকার তৈরি পণ্য কিনতেই রাজি হয়েছে।
ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমি মাত্র জানতে পারলাম যে, আমাদের নতুন তেল চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলা যে অর্থ পাবে, তা দিয়ে তারা কেবল ‘আমেরিকায় তৈরি’ পণ্যই কিনবে। এই কেনাকাটার তালিকায় থাকবে আমেরিকার কৃষিপণ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। এছাড়া ভেনেজুয়েলার বিদ্যুৎ ব্যবস্থা এবং জ্বালানি খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও আমেরিকা থেকেই কেনা হবে।”
সূত্র: আলজাজিরা
এমটিআই