ভারতে ডুবে যাচ্ছে বাংলাদেশি জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার শিকার হয়েছে একটি বাংলাদেশি জাহাজ। এখন জাহাজটি ডুবে যাচ্ছে। তবে ওই জাহাজে থাকা ১২ নাবিককে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পুলিশের বরাতে সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, গতকাল বুধবার খুলনার জাহাজ এমভি তামজিত বাংলাদেশে ফিরে আসছিল। তখন ডুবন্ত বালুর চরে জাহাজটি ধাক্কা খায়। এটি উত্তর ২৪ পরগণা থেকে ফ্লাই অ্যাশ আনছিল।
ডুবন্ত বালুচরে ধাক্কা খাওয়ার পরই জাহাজটিতে ফাটল ধরে পানি ওঠা শুরু করে। এতে করে জাহাজের ১২ নাবিক আটকা পড়ে যান।
স্থানীয় জেলেরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় সাগর থানার পুলিশকে খবর দেন। সেখানে পুলিশের একটি দল গিয়ে জেলেদের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান চালিয়ে ১২ নাবিককে উদ্ধার করেন।
সাগর থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “জাহাজ থেকে ১২ নাবিকের সবাইকে নিরাপদভাবে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি। এ ঘটনায় কেউ আহত হননি।”
কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় নাকি যান্ত্রিক কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে সেটি তদন্ত করা হচ্ছে।
সূত্র: দ্য হিন্দু
এমটিআই