খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নীরবতা পালন

ভারতের পার্লামেন্টের লোয়ার হাউজ লোকসভার বাজেট অধিবেশনের প্রথমদিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অন্যান্য নেতাদের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্যরা নীরবতা পালন করেন।
ভারতীয় বার্তাসংস্থা ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, আজ বুধবার (২৮ জানুয়ারি) বাজেট অধিবেশন শুরু হয়। তার আগে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমূখ্যমন্ত্রী, লোকসভার সাবেক পাঁচ সদস্য এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এ সময় সবার নাম উচ্চারণ করা হয়। এরপর সাংসদরা দাঁড়িয়ে তাদের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
গত ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দেওয়া লিখিত শোকবার্তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তান্তর করেছিলেন তিনি।
— SansadTV (@sansad_tv) January 28, 2026
তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর পর ভারতের পাশাপাশি পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের প্রতিনিধিরা এসেছিলেন।
সূত্র: ফ্রি প্রেস জার্নাল
এমটিআই