সুপ্রিম কোর্টে ট্রাম্পের মামলা খারিজ

যুক্তরাষ্ট্রের ব্যাটেলগ্রাউন্ড চার রাজ্যের নির্বাচনী ফলাফল বাতিল চেয়ে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন মামলা খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট রিপাবলিকান দলীয় এই মামলা খারিজ করে দেন।
ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত টেক্সাসের রিপাবলিকানপন্থী অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন পেনসিলভেনিয়া, জর্জিয়া, উইসকনসিন এবং মিশিগানে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন। এই চার রাজ্যেই জয় পেয়েছেন ডেমোক্র্যাট দলীয় নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের ১৮টি রাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের ১০৬ জন রিপাবলিকান দলীয় সদস্য এ মামলায় সমর্থন জানিয়েছিলেন। শুক্রবার মামলা খারিজ করে দিয়ে এক সংক্ষিপ্ত আদেশে সুপ্রিম কোর্ট বলেছেন, এ ধরনের মামলা করার কোনও আইনগত বৈধতা টেক্সাসের নেই।
বর্তমানে যেখানে যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতের বিচারকদের অধিকাংশই রিপাবলিকানপন্থী, সেখানে সুপ্রিম কোর্টের এই আদেশকে ডোনাল্ড ট্রাম্পের জন্য বেশ বড়সড় ধাক্কা বলে মনে করেছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।
চলতি সপ্তাহের শুরুতে পেনসিলভেনিয়াতে জো বাইডেনের জয় চ্যালেঞ্জ করে ট্রাম্পের অপর একটি মামলাও সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়।
নির্বাচনের পর থেকে প্রতিনিয়ত ভোটে কারচুপির অভিযোগ জানিয়ে আসা ডোনাল্ড ট্রাম্প বারবার প্রকাশ্যে বলেছেন, শুধু ভোটে অনিয়মের কারণে তিনি দ্বিতীয়বার দেশের প্রেসিডেন্ট হতে পারেননি।
ভোটের ফলাফল নিয়ে ট্রাম্প এবং তার সমর্থকরা কয়েক ডজন মামলা করলেও কোনোটিতেই তেমন সুবিধা করতে পারেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ইলেক্টোরাল কলেজের ৩০৬টি ভোট পেয়েছেন জো বাইডেন; ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট।
দেশটিতে জনপ্রিয় ভোটের হিসাবে ট্রাম্পের তুলনায় ৭০ লাখ বেশি পেয়ে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাইডেন। আগামী ২০ জানুয়ারি দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে তার।
সূত্র : বিবিসি।