টিকা ছাড়াই মহামারি মোকাবিলায় এশিয়ার প্রশংসায় পঞ্চমুখ আইএমএফ

○ করোনা মোকাবিলায় দৃষ্টান্ত চীন-ভিয়েতনাম ও এশিয়ার অন্যান্য দেশ
○ এই অঞ্চলের অর্থনৈতিক গতি স্বাভাবিক হতে শুরু করেছে; বলছে আইএমএফ
‘ভ্যাকসিন ছাড়া কীভাবে মহামারি মোকাবিলা করা যায়; চীন-ভিয়েতনামের মতো এশিয়ার অন্যান্য দেশ সেই পথ বিশ্বকে দেখিয়েছে। এই মহামারি মোকাবিলা করে তারা নিজেদের অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে সক্ষম হয়েছে।’ করোনাভাইরাস মহামারি মোকাবিলায় এশিয়ার দেশগুলোর সফলতা এবং অর্থনীতির ধারা সঠিক পথে ফেরানোর বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শীর্ষ এক কর্মকর্তা এমন মন্তব্য করেছেন।
আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী পরিচালক ও চীনা মিশনের প্রধান হ্লেজে বার্গার বলেছেন, এই অঞ্চলের করোনাভাইরাস মহামারি মোকাবিলার প্রধান কৌশল হলো- দ্রুত পরীক্ষা, দ্রুত শনাক্তকরণ এবং স্থানীয় বিধি-নিষেধ। মহামারির শেষ এবং স্থানীয় প্রাদুর্ভাবের প্রকোপ কমে না আসা পর্যন্ত এসব ব্যবস্থা অব্যাহত রয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইএমএফের এই কর্মকর্তা বলেন, আমি মনে করি, শুধুমাত্র চীন নয়; এশিয়ার অন্যান্য দেশ যেমন- ভিয়েতনামও ভ্যাকসিন ছাড়াই কীভাবে একটি মহামারি মোকাবিলা করা যায় সেই উপায় দেখিয়েছে।
স্থানীয়ভাবে প্রাদুর্ভাব মোকাবিলা করে কীভাবে অর্থনীতিকে প্রায় স্বাভাবিক গতিতে ফেরানো যায় সেটি দেখিয়েছে।
তিনি বলেন, চীনের কাছ থেকে এ ধরনের অভিজ্ঞতা ভ্যাকসিনের চাপের মুখোমুখি নিম্ন-আয়ের দেশগুলোর জন্য কাজে লাগবে। করোনাভাইরাস মহামারিতে বিশ্বের উন্নয়নশীল ও নিম্ন-আয়ের দেশগুলোতে অনলাইনভিত্তিক ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের প্রশংসা করেছেন হ্লেজে বার্গার।
বৈশ্বিক অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেয়ার জন্য ভ্যাকসিনের প্রয়োজন। যাতে করোনাভাইরাস মহামারি পূর্ব-অবস্থায় দেশগুলো ফিরতে পারে; সেজন্য এটার দরকার।
আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী পরিচালক হ্লেজে বার্গার
আইএমএফের এই কর্মকর্তা বলেন, চীন বিশ্বের নিম্ন-আয়ের দেশগুলোতে করোনাভাইরাস ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এটি শুধুমাত্র চীনই করবে না; বিশ্বের অন্যান্য অর্থনীতির দেশগুলোকেও অবশ্যই এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, তবে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এজন্য আমরা তহবিল গঠনে উৎসাহিত করছি। আমরা মনে করি, এটি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং করোনাভাইরাস মহামারি জয় ও স্বাভাবিক জীবনে ফিরতে আমাদের সহায়তা করবে।
সূত্র: পিটিআই।
এসএস