জাপানে দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড

প্রাদুর্ভাবের শুরুতে মহামারি করোনা মোকাবিলায় সফল হিসেবে বিবেচিত দেশ জাপানে শনিবার তিন হাজার এর বেশি মানুষের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে এর বরাতে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এর আগে দেশটিতে একদিনে এত মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হননি।
এইনএইচকে জানিয়েছে, শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪১ জন। এর মধ্যে শুধু রাজধানী টোকিওতেই শনাক্ত হয়েছেন ৬২১ জন কোভিড-১৯ রোগী। প্রসঙ্গত, জাপানে করোনার প্রকোপ সবচেয়ে বেশি হোক্কাইদো দ্বীপে।
শীতের আগমনে এক সময় সফল জাপান মহামারির করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। জারি কিংবা পুনর্বহাল করা হচ্ছে এ সংক্রান্ত বিধিনিষেধ।
করোনায় জাপানে এ পর্যন্ত দুই হাজার ৫৮৮ জন মানুষ মারা গেছেন। দেশটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ এখন সুস্থ।
এএস