গণটিকাদানে ৩৫ কোটিরও বেশি ডোজ ব্যবহার যুক্তরাষ্ট্রে

গত ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া টিকাদান কার্যক্রমে এ পর্যন্ত ব্যবহার করা হয়েছে মোট ৩৫ কোটি ৬ লাখ ২৭ হাজার ১৮৮ কোটি করোনা টিকার ডোজ ব্যবহার করা হয়েছে। দেশটির রোগ-ব্যাধি গবেষণা ও নিদের্শনা বিষয়ক শীর্ষ নির্বাহী সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সিডিসির রোববারের বিবৃতিতে বলা হয়, শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাসরত ১৯ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৪৮৬ জন মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৬ কোটি ৬২ লাখ ৩ হাজার ১৭৬ জন।
যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা ৩৩ কোটি ৩১ লাখ ৩০ হাজার ১৯৭। শনিবার এক টুইটে হোয়াইট হাউসের করোনা বিষয়ক তথ্য পরিচালক সাইরাস শাপার জানিয়েছিলেন, দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশ করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন।
এছাড়া, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে টিকার ডোজ সম্পূর্ণ করা মানুষের হার ১১ শতাংশ এবং গত দুই সপ্তাহে এই হার ৪৪ শতাংশ বেড়েছে বলেও শনিবারের টুইটে জানিয়েছেন শাপার।
২০২০ সালে মহামারি শুরুর পর থেকে করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে এখনও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকার ও আন্তর্জাতিক বিভন্ন সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, করোনায় এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৯৪৮ জন এবং মারা গেছেন মোট ৬ লাখ ৩২ হাজার ৯৮৭ জন।
বিশ্বের অন্যান্য দেশের চেয়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগী আছেন ৬০ লাখ ৩৪ হাজার ১৫৮ জন।
চলতি বছর মার্চের দিকে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন, ৪ জুলাই স্বাধীনতা দিবসের আগে মোট জনগণের ৭০ শতাংশকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে তার প্রশাসন।
সেই লক্ষ্য অবশ্য পূরণ হয়নি, তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশ টিকার ডোজ সম্পূর্ণ করেছেন গত মে মাসে।
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ