অষ্টম প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান

আফগানিস্তানে একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে তালেবান। সশস্ত্র এই গোষ্ঠীটি উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি নিজেদের দখলে নিয়েছে। তালেবান গত শুক্রবার থেকে এ নিয়ে আটটি প্রাদেশিক রাজধানী দখল করল।
স্থানীয় এক এমপি ও এক সেনা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, মঙ্গলবার তালেবানরা বাগলানের রাজধানী পুল-ই-খুমরি দখল করেছে। রাজধানী কাবুল থেকে উত্তরের এই শহরের দূরত্ব ২০০ কিলোমিটার।
আফগানিস্তান থেকে মার্কিনসহ বহুজাতিক সব সেনা সরিয়ে নেওয়ার সময় যত ঘনিয়ে আসছে তত দাপট বাড়ছে তালেবানের। আট প্রাদেশিক রাজধানী ছাড়াও কিছু প্রাদেশিক রাজধানীর দখল নিতে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াই চলছে।
মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ দখল করে তালেবান। শুক্রবার নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখলের মধ্য দিয়ে গ্রামাঞ্চলগুলোর দখল নেওয়া তালেবান প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল করে।
উল্লিখিত তিনটি শহর ছাড়াও তালেবানের হাতে তাখার প্রদেশের রাজধানী তালোকান, কুন্দুজের রাজধানী কুন্দুজ, সার-ই-পল প্রদেশের রাজধানী সার-ই-পাল, সামানগানের রাজধানী আইবাক, জাওজান প্রদেশের রাজধানী শেবেরগানের পতন হয়েছে।
তালেবান খুব দ্রুতগতিতে আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে। গ্রামীণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এখন বড় বড় শহর ও বাণিজ্য কেন্দ্রগুলো দখল করছে তালেবান। এতে করে দেশটি মারাত্মক এক নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে।
এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা দেন ৩১ আগস্টের মধ্যে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়বে। যুক্তরাষ্ট্রের এমন ঘোষণা আসার পর থেকে তালেবান দেশটি নিজেদের দখলে নিতে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই শুরু করে। সফলও হচ্ছে তারা।
দেশটির প্রধান শহরগুলোর ভাগ্য নিয়ে ভীষণ উদ্বেগ দেখা দিয়েছে। উভয়পক্ষ নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে। তবে সরকারি সেনারা কতদিন নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে সেটাই বড় প্রশ্ন। স্থানীয়রাও বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন।
বিবিসি বলছে, তালেবান মিলিশিয়ারা ইতোমধ্যে অর্ধেক আফগানিস্তান নিজেদের দখলে নিয়েছে। এর মধ্যে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও ইরানের সঙ্গে ‘বর্ডার ক্রসিং’ রয়েছে। তবে তালেবান অবশ্য দেশের ৯০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে।
তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের মোট ভূখণ্ডের ৬৫ শতাংশে তালেবান তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। যে কোনো সময় আরও ১১টি প্রাদেশিক রাজধানীর পতন ঘটতে পারে।
এএস