আগুন লাগা ফ্ল্যাট থেকে মানবসিঁড়ি তৈরি করে দুই শিশুকে উদ্ধার

সমন্বিত চেষ্টায় অনেক অসম্ভব কাজও সম্ভব হয়ে ওঠে। তেমনই এক চিত্র দেখা গেল আবার। দুই শিশুর প্রাণ বাঁচল সমন্বিত চেষ্টায়। চীনের ছয় নাগরিক মানবসিঁড়ি তৈরি করে জ্বলন্ত ফ্ল্যাট থেকে দুই শিশুকে উদ্ধার করেছেন।
ঘটনাটি ঘটেছে চীনের হুনান প্রদেশে। সেখানকার একটি আবাসনেই আগুন লেগেছিল। হঠাৎ একটি ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়েই সেখানে ভিড় জমে যায়। দেখা যায় যে ফ্ল্যাটে আগুন লেগেছে, সেখানে দুটি শিশু আটকে রয়েছে। ফায়ার সার্ভিসের জন্য অপেক্ষা না করে ছুটে যান ছয় যুবক।
উপস্থিত বুদ্ধির জোরেই দুই শিশুকে বাঁচান তারা। প্রথমে একজন গ্রিল বেয়ে ফ্ল্যাটের কাছিকাছি পৌঁছে যান। তার পাশাপাশি বাকিরাও গ্রিল বেয়ে উঠে পড়েন। এমন দূরত্বে দাঁড়িয়ে পড়েন, যেখান থেকে অনায়াসে তারা চেন সিস্টেমের মাধ্যমে শিশুদের উদ্ধার করে নিচে নামিয়ে আনতে পারবেন। তখনও ধোঁয়ার প্রকোপ বেড়েই চলছিল। কিন্তু যুবকরা হার মানেননি। গ্রিলের ভেতর থেকে এক এক করে শিশুদের বের করে আনেন। ততক্ষণে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে যান। তারা আগুন নেভানোর কাজ শুরু করে দেন।
‘ট্রেন্ডিং ইন চায়না’ নামের এক ফেসবুক পেজ থেকে ছোট্ট এ ভিডিওটি পোস্ট করা হয়, যা ইতোমধ্যে ১৫ হাজারের বেশি মানুষ দেখেছেন। প্রায় প্রত্যেকেই ছয় যুবকের প্রশংসা করেছেন।
সূত্র: সংবাদ প্রতিদিন
এসএসএইচ