আফগানিস্তান : যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের আদ্যোপান্ত

আফগানিস্তানের মাটিতে থাকা অবশিষ্ট সব মার্কিন সেনাকে নিয়ে কাবুল ছেড়েছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক বিমান। আর এর মাধ্যমেই সমাপ্তি হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই দেশের দীর্ঘ প্রায় দুই দশকের একটি যুদ্ধের।
২০০১ সালের অক্টোবরে আফগানিস্তানে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। আর ২০ বছর পর এসে এর সমাপ্তি টানলেন দেশটির ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। এখানে গত ২০ বছরে যুক্তরাষ্ট্রের আফগান যুদ্ধের আদ্যোপান্ত তুলে ধরা হলো-
৭ অক্টোবর, ২০০১: আফগানিস্তানে তালেবান ও জঙ্গি গোষ্ঠী আল কায়েদার বিভিন্ন স্থাপনায় বোমা হামলা শুরু করে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনী। এসময় রাজধানী কাবুল, কান্দাহার ও জালালাবাদে অবস্থিত তালেবান ও আল কায়েদার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়।
নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের কাছে আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছিল ওয়াশিংটন। তালেবান সেই দাবি প্রত্যাখ্যান করার পরই দেশটিতে হামলা করে তৎকালীন বুশ প্রশাসন।
১৩ নভেম্বর, ২০০১: মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর সমর্থন ও পৃষ্ঠপোষকতায় নর্দান অ্যালায়েন্স কাবুলের ক্ষমতা দখল করে। নর্দান অ্যালায়েন্স গ্রুপটি তালেবান-বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত।
৭ ফেব্রুয়ারি, ২০০৯: আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়ানোর বিষয়টি অনুমোদন করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবিসি জানিয়েছে, ওবামার এই অনুমোদনের পর দেশটিতে মার্কিন সেনা সংখ্যা সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজারে পৌঁছায়।

২৮ ডিসেম্বর, ২০১৪: আফগানিস্তানে যৌথ সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। এরপরই দেশটি থেকে হাজার হাজার সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। আর যাদেরকে রেখে দেওয়া হয়েছিল, তাদের মূল কাজ ছিল আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া।

২৯ ফেব্রুয়ারি, ২০২০: ‘আফগানিস্তানে শান্তি আনতে’ একটি চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও তালেবান। কাতারের রাজধানী দোহায় এই চুক্তি স্বাক্ষরের সময় তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উপস্থিত ছিলেন। চুক্তির শর্ত ছিল- তালেবান যদি চুক্তি মেনে চলে তাহলে পরবর্তী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।
১৩ এপ্রিল, ২০২১: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন যে, চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে সকল মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগ করবে।

১৬ আগস্ট, ২০২১: জোরদার আক্রমণের মাধ্যমে মাত্র এক মাসেরও বেশি কিছু সময়ের মধ্যে রাজধানী কাবুলসহ প্রায় পুরো আফগানিস্তানের দখল নেয় তালেবান। তালেবানের অগ্রযাত্রার মুখে ভেঙে পড়ে আফগান নিরাপত্তা বাহিনীর প্রতিরোধ।
৩১ আগস্ট, ২০২১: আফগানিস্তান থেকে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করে যুক্তরাষ্ট্র।
টিএম