যুক্তরাষ্ট্রের সড়ক থেকে জিয়ার নাম অপসারণ

গত জুনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের একটি সড়কের নামকরণ করা হয়েছিল। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাল্টিমোরের সড়ক বিভাগ এবং বাল্টিমোর শহরের মেয়রের কার্যালয়ের যৌথ সিদ্ধান্তে সড়কটির নামকরণ প্রত্যাহার করে নিয়ে জিয়ার নামফলক অপসারণ করা হয়েছে।
সড়ক থেকে জিয়াউর রহমানের নাম অপসারণ করার পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা এক সংবাদ সম্মেলেনে বলেন, মেয়র এটা স্পষ্ট করে বলে দিয়েছেন, কোনো স্বৈরশাসককে সম্মান জানিয়ে তারা কোনো সড়কের নামকরণ করবে না। এর আগে আওয়ামী লীগ নেতারা সড়কটি থেকে জিয়াউর রহমানের নাম অপসারণ চেয়ে মেয়রের কার্যালয়ে আবেদন করে।
আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বাল্টিমোরের মেয়রের কার্যালয়ে শুনানি হয়। শুনানিতে যুক্তি উপস্থাপন করা হয়, জিয়াউর রহমান রক্তাক্ত এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসীন হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের মতো ‘মহান দেশের’ একজন স্বৈরশাসককে এভাবে স্বীকৃতি দিয়ে তার নামে সড়কের নামকরণ করা উচিত নয়।
শুনানি শেষে সড়কটি থেকে জিয়াউর রহমানের নাম অপসারণের পক্ষে রায় আসে। এরপর সড়কটি থেকে জিয়াউর রহমানের নাম অপসারণ করা হয়। পরে সংবাদ সম্মেলন করে বিষয়টি গণমাধ্যমকে জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা ডা. প্রদীপ রঞ্জন করসহ দলটির অনেক নেতা-কর্মী সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন। আওয়ামী লীগ নেতারা বলেন, বাংলাদেশের প্রথম স্বৈরশাসক ছিলেন জিয়াউর রহমান। যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ায় তার মতো স্বৈরশাসককে স্বীকৃতি দেওয়া উচি নয়।
এএস