সহযোগীর করোনা, আইসোলেশনে পুতিন

ঘনিষ্ঠ সহযোগীদের কয়েকজনের কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর স্বেচ্ছা আইসোলেশনে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি ‘সম্পূর্ণ’ সুস্থ আছেন এবং তার শরীরে এই ভাইরাস নেই বলে মঙ্গলবার ক্রেমলিন জানিয়েছে।
পূর্ব-নির্ধারিত আঞ্চলিক নিরাপত্তা বৈঠকে অংশ নিতে চলতি সপ্তাহে তাজিকিস্তানে যাওয়ার কথা ছিল ৬৮ বছর বয়সী পুতিনের। কিন্তু সহযোগীদের করোনা শনাক্ত হওয়ায় পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে অংশ নেবেন। বৈঠকে আফগানিস্তান সংকট নিয়ে আলোচনা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ক্রেমলিন বলেছে, সোমবার দফায় দফায় বৈঠক শেষে পুতিন স্বেচ্ছা-আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গেও মুখোমুখি বৈঠক করেছেন তিনি।
প্যারা-অলিম্পিকে অংশ নেওয়া রাশিয়ার অ্যাথলেটদের সঙ্গে একই দিনে সাক্ষাৎ এবং দেশটির পশ্চিমাঞ্চল সফর করেছেন পুতিন। বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া পর্যবেক্ষণে পশ্চিম রাশিয়া সফর করেন তিনি।
রুশ সংবাদ সংস্থা আরআইএ বলেছে, ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলে প্যারাঅলিম্পিয়ানদের জানিয়েছেন। পুতিন বলেছেন, এমনকি করোনাভাইরাসের সমস্যা আমার অভ্যন্তরীণ বৃত্তেও দেখা যাচ্ছে। আমি শিগগিরই স্বেচ্ছা কোয়ারেন্টাইনে যেতে বাধ্য হবো বলে ভাবছি। আমার আশপাশের অনেক মানুষই অসুস্থ।
আগামী মাসে ৬৯ বছর বয়সে পা রাখতে যাওয়া ভ্লাদিমির পুতিনের স্বেচ্ছা আইসোলেশনে যাওয়ার এই সিদ্ধান্ত তাকে করোনামুক্ত রাখতে দেশটির কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থার লঙ্ঘন ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ক্রেমলিনে দর্শনার্থীদের বিশেষ জীবাণুমুক্তকরণ টানেল দিয়ে যেতে হয়। এছাড়া পুতিন ইতোমধ্যে রাশিয়ার তৈরি স্পুটনিক-৫ ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছেন। তার অনুষ্ঠানে অংশ নেওয়া সাংবাদিকদের একাধিকবার পিসিআর পরীক্ষা করাতে হয়। পুতিনের সঙ্গে সাক্ষাতের আগে কিছু মানুষকে কোয়ারেন্টাইন পালন এবং করোনা পরীক্ষা করতে হয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘পুতিন তার সফরসঙ্গী বেশ কয়েকজনের সংস্পর্শে এসেছেন; যারা করেনায় অসুস্থ হয়ে পড়েছেন। প্রেসিডেন্টের সহযোগীদের মধ্যে কারা অসুস্থ হয়েছেন তা আমরা জানি এবং স্বেচ্ছা আইসোলেশন প্রেসিডেন্টের কাজে সরাসরি কোনও প্রভাব ফেলবে না।
কোভিড-১৯ পরীক্ষায় পুতিনের ফল নেগেটিভ এসেছে কি-না, জানতে চাইলে পেসকভ বলেন, অবশ্যই না। প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ আছেন। স্পুটনিক-৫ ভ্যাকসিনের উদ্ভাবক রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউটের পরিচালক অ্যালেক্সান্ডার গিন্টসবার্গ বলেছেন, তার মতে পুতিনকে কমপক্ষে এক সপ্তাহের জন্য স্বেচ্ছা আইসোলেশনে থাকা দরকার।
এসএস