পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্ত মাত্র ১৯৪, মৃত্যু ২

পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দুইশোর নীচে নামল। সেই সঙ্গে শতাংশের হিসেবে দৈনিক সুস্থতার হারও সামান্য বেড়েছে। বৃহস্পতিবার ৯৭ দশমিক ৩২ শতাংশ থাকলেও শুক্রবার তা ৯৭ দশমিক ৩৪ শতাংশ। সেই সঙ্গে কমেছে সংক্রমণের হারও।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৪ জনের ৮৪ জন নিয়ে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা। এছাড়া নতুন করে শনাক্ত আরও ৫৭ জন কোভিড-১৯ রোগী নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রাদেশিক রাজধানী কলকাতা। গতদিন করোনায় মৃত্যুর সংখ্যা আরও কমেছে। সরকারি তথ্য অনুযায়ী এদিন পশ্চিমবঙ্গে দুইজন মারা গেছেন।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল আট শতাধিক। তবে বৃহস্পতিবার ৩০১ জন কোভিড-১৯ রোগী সুস্থ হলেও শুক্রবার সেই সংখ্যা সামান্য কমে হয়েছে ২৯৭ জন।
বৃহস্পতিবার ‘সংক্রমণের হার’ ০.৮৯ শতাংশ থাকলেও গতদিন তা ছিল ০.৮৪ শতাংশে। দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি শতকে কতজন আক্রান্ত হচ্ছেন তার গড়কে বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার।
পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে করোনায় মৃতের সংখ্যাও কমছে। গত বুধবার সাত জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হলেও বৃহস্পতিবার তা কমে দাঁড়ায় চার জনে। শুক্রবার তা আরও কমে হয়েছে দুই জন। এরমধ্যে একজন কলকাতার বাসিন্দা, অপরজন উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা।
পশ্চিমবঙ্গে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৯৮১ জনে। এরমধ্যে ১০ হাজার ২০১ জনের প্রাণহানি হয়েছে। সুস্থ কোভিড-১৯ রোগীর সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৭৮৮ জন।
মহামারি করোনায় মোট আক্রান্তের হিসেবে শীর্ষ স্থানে রয়েছে কলকাতা; ১ লাখ ২৩ হাজার ৮৪৭ জন। আর ১ লাখ ১৮ হাজার ৩৭৫ জন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা।
এএস