এয়ার ইন্ডিয়ার দায়িত্বে টার্কিশ এয়ারলাইন্সের সাবেক প্রধান

ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন তুরস্কের নাগরিক ইলকার আইসি। তিনি তুরস্কের বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্সের সাবেক প্রধান। সোমবার (১৪ ফেব্রুয়ারি) এয়ার ইন্ডিয়ার নতুন প্রধান নির্বাহী হিসেবে ইলকার আইসির নাম ঘোষণা করে টাটা সন্স।
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। চলতি বছরের ১ এপ্রিল বা তার আগেই ইলকার আইসি এয়ার ইন্ডিয়ার সিইও হিসেবে দায়িত্ব নিতে পারেন।
সোমবার এক বিবৃতিতে টাটা সন্স জানিয়েছে, ‘যথাযথ আলোচনার পর এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে ইলকার আইসির নিয়োগ অনুমোদন করেছে বোর্ড। নিয়োগটি চূড়ান্ত করতে প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
এদিকে পৃথক এক বিবৃতিতে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রসেকারন জানিয়েছেন, ‘এভিয়েশন শিল্পে ইলকার আইসি একজন নেতা। তার সময়কালে টার্কিশ এয়ারলাইন্স ব্যাপক সফলতা অর্জন করেছে। আমরা ইলকারকে টাটা গ্রুপে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। তিনি এয়ার ইন্ডিয়াকে নতুন যুগে নিয়ে যাবেন।’
টাটা গোষ্ঠীতে যোগ দিয়ে ইলকার আইসির প্রতিক্রিয়া, ‘এয়ার ইন্ডিয়ার মতো একটি ‘আইকনিক এয়ারলাইন্সে’ কাজের সুযোগ পেয়ে গর্বিত। একইসঙ্গে আনন্দিতও। টাটা গোষ্ঠীর নেতৃত্বে এয়ার ইন্ডিয়ায় সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করবো।’
ইলকার আরও জানান, বিশ্বের অন্যতম সেরা এয়ারলাইন্স হিসেবে এয়ার ইন্ডিয়াকে গড়ে তুলতে এর ‘হেরিটেজকে’ (ঐতিহ্য) কাজে লাগাবেন তিনি।
১৯৭১ সালে তুরস্কের ইস্তানবুল শহরে জন্মগ্রহণ করেন ইলকার আইসি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক পাস করার পর বিলকেন্ট ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেন তিনি। পরে ব্রিটেনের লিডস ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে গবেষণা করেন।
কর্মজীবনে টার্কিশ এয়ারলাইন্স ছাড়াও ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি, রিপাবলিক অব টার্কি ইনভেস্টমেন্ট সাপোর্ট অ্যান্ড প্রোমোশন এজেন্সির মতো একাধিক সংস্থার প্রধানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন ইলকার আইসি।

টাটা গোষ্ঠীর হাতে কিছুদিন আগেই হস্তান্তর করা হয়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। তবে এয়ার ইন্ডিয়া ছাড়াও এই গোষ্ঠী ভিস্তারা এবং এয়ার এশিয়ার বড় অংশীদার। প্রায় ৬৯ বছর পর টাটার অধীনে এয়ার ইন্ডিয়া আসাকে ঐতিহাসিক সাফল্য বলে মনে করা হচ্ছে। ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে টাটা গোষ্ঠীর হাতে এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ পরিচালন ভার তুলে দেওয়া হয়।
গত জানুয়ারিতে ভারতের প্রজাতন্ত্র দিবসের পরদিনই আনুষ্ঠানিকভাবে টাটা সন্স এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করে। আর এবার নতুন সিইও ও ম্যানেজিং ডিরেক্টরের হাত ধরে সাফল্যের দিকে আরও একধাপ এগিয়ে যাওয়ার আশা রাখছে সংস্থাটি।
টিএম