পাঞ্জাবের রোমাঞ্চকর নির্বাচনে ১১৭ আসনে চলছে ভোটগ্রহণ

ভারতের পাঞ্জাব রাজ্যের ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর নির্বাচন শুরু হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল আটটায় রাজ্যটির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এছাড়া উত্তরপ্রদেশে তৃতীয় দফায় ৫৯ আসনের ভোটগ্রহণও চলছে। রাজ্যটিতে পরীক্ষার মুখে পড়েছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দীর্ঘদিন ধরে পাঞ্জাবের নির্বাচন প্রধানত দ্বিমুখীই থেকে গিয়েছে। তবে ব্যতিক্রম এবারের নির্বাচন। বিশেষজ্ঞরা বলছেন, এবারে পাঞ্জাবের লড়াই মূলত আম আদমি পার্টি (এএপি) এবং কংগ্রেসের মধ্যে হলেও সমানে সমানে লড়াইয়ে আছে শিরোমণি অকালি দল (বিএসপি) জোট এবং বিজেপির অমরিন্দর সিংয়ের জোট।
বর্তমানে ভারতের যে তিন রাজ্যে কংগ্রেস একক শক্তিতে রাজ্যে ক্ষমতায় আছে, সেগুলোর মধ্যে একটি হলো পাঞ্জাব। কিন্তু ক্ষমতা বাঁচাতে এবার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে কংগ্রেস নেতৃত্বকে। দলীয় কোন্দলের পাশাপাশি দিল্লি মডেলকে সামনে রেখে অরবিন্দ কেজরিওয়ালের প্রচারও মোকাবিলা করতে হচ্ছে দলটিকে। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে অকালি দলও। অন্যদিকে বিজেপি এবং ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পাঞ্জাব লোক কংগ্রেসের জোট অনেক হিসেব ওলট-পালট করে দিতে পারে।
— ANI (@ANI) February 20, 2022
পাঞ্জাবের সবচেয়ে উল্লেখযোগ্য প্রার্থী হলেন মুখ্যমন্ত্রী চরনজিৎ সিং চান্নি, দু’টি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। অমৃতসর পূর্ব আসনে অকালি দলের বিক্রম সিং মাজিথিয়ার কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সিধু। ধুরি কেন্দ্র থেকে লড়ছেন আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান। এছাড়াও লড়াইয়ে আছেন অকালি প্রকাশ সিং বাদল, সুখবীর সিং বাদল, পাঞ্জাব লোক কংগ্রেসের ক্যাপ্টেন অমরিন্দর সিং।
এদিকে ভারতের আরেক রাজ্য উত্তরপ্রদেশে তৃতীয় দফায় ৫৯ আসনের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। মোট ১৬টি জেলায় এই আসনগুলো বিন্যস্ত। মূলত মধ্য এবং দক্ষিণ উত্তরপ্রদেশে এই পর্বে ভোটগ্রহণ হচ্ছে।
সংবাদমাধ্যম বলছে, আগেরবার এই ৫৯ আসনের মধ্যে ৪৯টিতেই জয়লাভ করেছিল বিজেপি। সমাজবাদী পার্টির দখলে গিয়েছিল মোট ৯টি আসন। একটি আসনে জিতেছিল কংগ্রেস। বিএসপি আগেরবার এই পর্বে কোনো আসন জেতেনি।
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 20, 2022
সমাজবাদীকে ভালো ফল করতে হলে এই পর্বে মধ্য উত্তরপ্রদেশে ভালো ফলাফল আনতেই হবে। নিজেদের যাদব বেল্টেই আগেরবার পরাস্ত হতে হয়েছিল সমাজবাদী পার্টিকে। অন্যদিকে একসময়ের মায়াবতীর এলাকা বুন্দেলখণ্ডে ভালো ফলের আশায় থাকবে বিজেপিও।
যাদব ভোট একত্রিত করার লক্ষ্যে এবার প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমেছেন সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব। নিজেদের এলাকা বলে পরিচিত মইনপুরির কারহাল আসনে লড়ছেন তিনি। অখিলেশের বিরুদ্ধে আবার কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিং বাঘেলকে প্রার্থী করেছে বিজেপি।
এছাড়াও হেভিওয়েটদের মধ্যে এই পর্বে লড়াইয়ে আছেন অখিলেশের চাচা শিবপাল সিং যাদব, কংগ্রেসের সালমান খুরশিদের স্ত্রী লুইস খুরশিদ।
টিএম