বাংলাদেশ ব্যাংকে নিয়োগ পেলেন যারা
বাংলাদেশ ব্যাংকে ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি) পদে নিয়োগের অফার লেটার পাঠানো হয়েছে। চূড়ান্ত উর্ত্তীণ ১৫ জন প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানায় অফার লেটার পাঠানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং চূড়ান্তভাবে মনোনীত ১৫ জন প্রার্থীর রোল নম্বর হলো—১০৮২৮৮, ১১৫০৮৮, ১৩২৫৯৯, ১২০৬৩৯, ১০৯১৯২, ১২৩৬৪২, ১৩৮৩৭৩, ১৩০০৫০, ১২১৫৬১, ১১০৩৮২, ১০১৬৩৫, ১১১৬৫২, ১২০০১০, ১২৪৬০৬ ও ১২১৪৮৪।
অফার লেটার পাওয়া প্রার্থীদের আগামী ২৬ জুন বা এর আগে মহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবন, ষষ্ঠ তলা), ঢাকায় রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।
