বইমেলায় আরাফাত শাহরিয়ারের ‘চাকরির চাবিকাঠি’
বিসিএস, ব্যাংক জবসহ চাকরিপ্রার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা সব নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ও কৌশল এবং চাকরির বাজারের জন্য তৈরি করার কায়দাকানুন নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে ক্যারিয়ার বিষয়ক জনপ্রিয় লেখক আরাফাত শাহরিয়ারের লেখা দরকারি বই ‘চাকরির চাবিকাঠি’। বইটি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ‘অন্যধারা’।
ছাত্রাবস্থাতেই ক্যারিয়ার পরিকল্পনা করে সে অনুযায়ী নিজেকে তৈরি করতে পারলে চাকরির পেছনে ছুটতে হবে না, চাকরিই খুঁজে নেবে। বইটির শুরুতেই রয়েছে ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দরকারি পরামর্শ। তুমুল প্রতিযোগিতামূলক সব চাকরি পরীক্ষার জন্য কোন কোন বই পড়তে হবে, জানা থাকলে প্রস্তুতিটা সহজ হয়। এ নিয়ে আলোচনা করা হয়েছে বইটির দ্বিতীয় অধ্যায়ে। বইটির একটি অধ্যায়ে রয়েছে প্রথমবার পরীক্ষা দিয়েই চাকরি হয়েছে এমন কয়েকজন তরুণের সাফল্যের গল্প। এসব অভিজ্ঞতা সফল হওয়ার ক্ষেত্রে কাজে লাগবে।
বেশিরভাগ তরুণের পছন্দের তালিকায় শীর্ষে থাকে বিসিএস। তুমুল প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় সাফল্যের চাবিকাঠি কী হতে পারে, কীভাবে প্রস্তুতি নিতে হবে এ নিয়ে আলোচনা করা হয়েছে একটি অধ্যায়ে। বিসিএসের পরেই পছন্দের তালিকায় থাকা ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়েও বইটিতে রয়েছে দরকারি পরামর্শ। এছাড়া বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ও ভালো করার টেকনিক নিয়েও বইটিতে আছে পরামর্শ।
সারা দেশে আছে প্রায় ১৯ হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, সাড়ে তিন হাজার কলেজ ও সাড়ে ৯ হাজার মাদ্রাসা। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো করার কৌশল ও প্রস্তুতিসহ নিয়ে দরকারি আলোচনা আছে ‘চাকরির চাবিকাঠি’ বইটিতে।
বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন হওয়ার স্বপ্নপূরণে সহায়ক হবে বইটি। সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে তথ্যবহুল আলোচনা রয়েছে বইটিতে। সরকারি চাকরিগুলোর মধ্যে বেশ চাহিদাসম্পন্ন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রার পদে চাকরি। পরামর্শ দিয়েছেন ২০১৬ সালের সাব-রেজিস্ট্রার নিয়োগ পরীক্ষায় মেধাতালিকায় প্রথম নিয়োগপ্রাপ্ত মো. হযরত আলী।
সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। বইটির একটি অধ্যায়ে মিলবে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত তথ্য। জাঁদরেল আইনজীবী হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। আইন পেশায় নিয়োজিত হতে কী করতে হবে, সে বিষয়েও দরকারি তথ্য আছে বইটিতে।
পাইলট হয়ে আকাশে উড়তে পারেন। সেটা এইচএসসি পাস হলেই সম্ভব। বাংলাদেশ বিমানসহ বিভিন্ন দেশি-বিদেশি বিমান সংস্থার পাইলট হতে চাইলে কী করতে হবে এ নিয়ে ‘চাকরির চাবিকাঠি’ বইটিতে দরকারি নির্দেশনা পাওয়া যাবে। বিমান, নৌ ও সেনাবাহিনীর রোমাঞ্চকর পেশায় যারা নাম লেখাতে চান, তাদের জন্য একটি অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট বা লেফটেন্যান্ট, সৈনিক; বিমানবাহিনীর বিমানসেনা, ফ্লাইং অফিসার বা অফিসার ক্যাডেট; নৌবাহিনীর নাবিক, জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌ কমান্ডো ও সাবমেরিনার প্রভৃতি পদে নিয়োগ পদ্ধতি, বাছাই ও আইএসএসবি পরীক্ষা নিয়ে দরকারি তথ্য মিলবে বইটিতে। এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজের সুযোগ অনেক। বইটিতে এ নিয়েও রয়েছে দরকারি তথ্য।
নিজেকে তৈরি করলে চাকরিই খুঁজে নেবে। এর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। উন্নত দেশগুলোতে দক্ষ কর্মীর চাহিদা অনেক, বেতনও কয়েক গুণ। তাই দেশে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়েই বিদেশে যাওয়া উচিত। কারিগরি নানা বিষয়ে সারাদেশে প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকে সরকারের বিমেট। প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা, ফোন নম্বরসহ দরকারি তথ্য মিলবে বইটিতে। হোটেল ম্যানেজমেন্ট, এয়ার হোস্টেস, কেবিন ক্রু, নার্সিং, পোশাকশিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, মানবসম্পদ ব্যবস্থাপনা, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, মোবাইল ইঞ্জিনিয়ারিং, কল সেন্টার, বিউটি পার্লার, হস্তশিল্প, সাংবাদিকতাসহ নানা বিষয়ে প্রশিক্ষণের খোঁজ দেওয়া হয়েছে বইটির শেষ অধ্যায়ে।
বেকারদের জন্য দরকারি ১৪৪ পৃষ্ঠার ‘চাকরির চাবিকাঠি’ বইটির মুদ্রিত মূল্য ২৭০ টাকা। বইমেলায় অন্যধারার স্টলে (১৪৪, ১৪৫, ১৪৬ ও ১৪৭) বইটি পাওয়া যাচ্ছে। অনলাইনে www.rokomari.com/book/210991 লিংক থেকেও সংগ্রহ করা যাবে। রকমারিতে ১৬২৯৭ ও ০১৫১৯৫২১৯৭১ নম্বরে ফোন করেও অর্ডার করা যাবে। অন্যধারা প্রকাশনীর বিক্রয়কেন্দ্র ৩৮/২-ক (পঞ্চম তলা), বাংলাবাজার, ঢাকা-১১০০ থেকেও বইটি সংগ্রহ করা যাবে।
