২৬ লাখ বেতনে চাকরির সুযোগ, কাজ কোলে তুলে দোল খাওয়ানো
কম্পিউটারে ঘণ্টার পর ঘণ্টা চোখ করে চাকরি করতে অনেকেই পছন্দ করেন না। চান ভিন্নরকম চাকরি করতে। তাদের জন্য আছে সুখবর। মোটা অংকের টাকা, নানা ধরনের সুযোগ সুবিধাসহ এ চাকরিটি করতে পারেন আপনিও।
এখন নিশ্চয়ই ভাবছেন কী এমন ভিন্নরকম কাজ? তাহলে চলুন জেনে নেই।
চীন তাদের বিভিন্ন পান্ডা ফার্মে ফান্ডা দেখা শোনা করার জন্য ‘ন্যানি’ নিয়োগ দিচ্ছে। এদের কাজ হবে পান্ডাদের সারাদিন কোলে নিয়ে দোল খাওয়ানো।
এখানেই শেষ নয়। সঠিক সময় দিতে হবে খাওয়া দাওয়াও। অর্থাৎ মেজাজ বুঝে তাদের পান্ডাদের সেবা যত্ন করতে হবে। আর এ কাজের জন্য থাকছে বছরে ২৬ লাখ টাকা।
অপার ধৈর্য, দায়িত্ববোধ এবং এই ধরনের কাজে পূর্ব অভিজ্ঞতা ছাড়াও পশু চিকিৎসায় বিশেষ ডিগ্রি থাকলে এই কাজে অগ্রাধিকার পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
আশ্চর্যজনক ভাবে প্রতি বছর এই কাজের জন্য শতাধিক আবেদনপত্র জমা পড়ে। তাই পান্ডা ‘ন্যানি’র পদকে ছেলেখেলা ভাবার কোনও কারণই নেই।
