একুশে আগস্ট হামলায় দণ্ডিত ইকবালকে কারাগারে পাঠানোর আদেশ

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় সরাসরি জড়িত হরকাতুল জিহাদের সদস্য ইকবাল হোসেন জাহাঙ্গীর ওরফে সেলিমকে (৪৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামসুদ্দিন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত এই আসামিকে সন্ধ্যা ৬টার পরে আদালতে হাজির করা হয়। অফিস সময় পার হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট ট্রাইবুনালের বিচারক না থাকায় এ বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিনি আরও বলেন, ট্রাইবুনাল আইন অনুযায়ী সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর বিষয় কথা থাকলেও সঠিক সময় ট্রাইবুনালে হাজির না হওয়ায় সাজা পরোয়ানা দেওয়া সম্ভব হয়নি। তবে এ আসামিকে পরবর্তীতে ট্রাইবুনালের হাজির করে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হবে।
সোমবার দিবাগত রাত ৩টায় রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব বলছে, গ্রেনেড হামলার পর আত্মগোপনে যান ইকবাল। মামলায় যাবজ্জীবন দণ্ড হয় তার। আত্মগোপনে থাকাকালীন ইকবাল নিরাপত্তাকর্মী, শ্রমিক, রিকশা মেকানিকের ছদ্মবেশ ধারণ করে। র্যাব ও জাতীয় নিরাপত্তা সংস্থার অব্যাহত অভিযান ও গোয়েন্দা তৎপরতার মধ্যে ২০০৮ সালে দেশ ত্যাগ করে সে। প্রথমে সেলিম এবং পরবর্তীতে জাহাঙ্গীর নাম ধারণ করেন ইকবাল। তিনি ঝিনাইদহের আব্দুল মজিদ মোল্লার ছেলে।
মালয়েশিয়ায় গিয়ে প্রবাসে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হওয়ার পর ২০২০ সালের শেষের দিকে অন্যদের মতো তাকেও দেশে ফেরত পাঠানো হয়। সর্বশেষ গত রাতে গ্রেপ্তার হন তিনি। জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সহযোগিতায় র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।
টিএইচ/এনএফ