পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্বশুর খলিলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জামিনে থাকা আসামিকে এদিন আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। রায় শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি খলিল ঘুমন্ত অবস্থায় থাকা তার ছেলের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী রাজধানীর মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গত ১৬ মার্চ আদালত আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
এনআর/এমএইচএস