ছাত্র অধিকারের মিছিল থেকে গ্রেফতার ৭ জন রিমান্ডে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ছাত্র অধিকার পরিষদের করা বিক্ষোভ মিছিলে থেকে গ্রেফতার সাত জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৮ মার্চ) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, মতিঝিল থানার মামলায় তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আল আমিন, শাকিল ও কেন্দ্রীয় কমিটির সদস্য ইব্রাহিমকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে, শাহবাগ থানার করা মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে আসামি ছাত্র সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান, সজল, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক নজরুল করিম সোহাগ ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক আল-আমিনকে আদালতে হাজির করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (২৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত ৩০ জনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আগমনের প্রতিবাদে ২৫ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরের (সাবেক ডাকসু ভিপি) নেতৃত্বে আসামিরা একটি বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলটি পল্টন মোড়, নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড় থেকে বের হয়ে মতিঝিল শাপলা চত্বরের পশ্চিম পাশে অবস্থান নেয়। এরপর আসামিরা বেআইনিভাবে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সরকারবিরোধী উস্কানিমূলক ও অবমাননাকর স্লোগান দিতে থাকেন।
অভিযোগে উল্লেখ করা হয়, পাশাপাশি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানচলাচল বন্ধ করে জনগণের চরম ভোগান্তি সৃষ্টি করেন। রাস্তায় যানচলাচল স্বাভাবিক রাখতে আসামিদের অনুরোধ করলে তারা পুলিশের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে বিদেশি রাষ্ট্রপ্রধানদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি খাটো করার উদ্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন আসামিরা। অগ্নিসংযোগসহ রাস্তায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে পুলিশের সরকারি কাজে বাধা দিয়ে হত্যার উদ্দেশে আক্রমণ করেন তারা।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ মার্চ) গভীর রাতে মতিঝিল থানায় পুলিশের উপ-পরিদর্শক মিন্টু কুমার ৫১ জনকে আসামিকে করে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ও যুব অধিকার পরিষদের একটি মিছিল রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় শুরু হয়। এতে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুলিশের বাধা পেয়ে আন্দোলনকারীরা মিছিল নিয়ে মতিঝিলের শাপলা চত্বরের দিকে যান। সেখানে পুলিশের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিকভাবে ৩৪ জনকে আটক করে পুলিশ
টিএইচ/এফআর