মিরপুর থেকে গ্রেপ্তার ‘ধাক্কা পার্টি’র ৪ সদস্য কারাগারে

রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের চার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. রাসেল (২২), মো. আমান (২৪), মো. উজ্জ্বল (২৩) ও মো. রনি (১৯)।
সোমবার (৩ জুলাই) তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ সাদ্দাম হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এসব ছিনতাইকারী নারীদের ধাক্কা দিয়ে বিশেষ কায়দায় ছিনতাই করে বলেই তারা ‘ধাক্কা পার্টি’ নামে পরিচিত। গ্রেপ্তাররা রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সাধারণত নারীদের কাছ থেকেই ছিনতাই করে। তারা বিভিন্ন জনবহুল স্থানে অবস্থান করে। বিশেষ করে তারা মার্কেট ও শপিং মলের সামনে অবস্থান করে কোনো নারীকে দেখলেই গ্রুপের দুইজন গিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়। এরপর ওই নারীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রুপের বাকিরা ব্যাগ, মোবাইল ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
এর আগে রোববার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১০ নং গোল চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এনআর/জেডএস