প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, রিমান্ডে প্রতারক সজীব

প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি মানুষকে দেখিয়ে অর্থ আত্মসাৎ ও চাঁদা দাবির মামলায় সাইফুল ইসলাম সজীব নামের এক ব্যক্তির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৬ অক্টোবর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সাইফুর রহমান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
সাইফুল ইসলাম সজীবের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলাটি করেন তৌহিদুল ইসলাম। আদালত হাতিরঝিল থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দেন।
পরে আসামি গত ২৭ আগস্ট হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। এরপর গত ১১ অক্টোবর সজীব হাইকোর্টের নির্দেশে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম সজীব প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি ছবি দেখিয়ে জনগণের মধ্যে নিজেকে অত্যন্ত ক্ষমতাবান ও প্রভাবশালী বলে প্রচার করতে থাকেন। একসময় আসামি বাদীর মোটরসাইকেলের শোরুমে এসে প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের লোক বলে পরিচয় দেন এবং বাদীকে বলেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান বড় করার জন্য ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করে দেব। আসামির কথা শুনে বাদী আসামির অফিসে গিয়ে দেখেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি দেওয়ালে টাঙানো।
একপর্যায়ে আসামি বাদীকে ২০ লখ টাকা ঋণ মঞ্জুর করে দিতে পারবে বলে জানান। ঋণ প্রসেসিং ফি বাবদ ১ লাখ টাকা খরচ হবে বলে বাদীকে জানান। তখন বাদী সরল বিশ্বাসে আসামিকে ৫০ হাজার টাকা দেন। কিছুদিন পর বাদীর ঋণ মঞ্জুর না হওয়ায় আসামির কাছে টাকা ফেরত চান বাদী। তখন আসামি বাদীকে টাকা ফেরত না দিয়ে উল্টো আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় বাদীকে অপহরণ করার হুমকি দেন আসামি।
এনআর/এমএ