দোষ স্বীকার করে আদালতে মুফতি ফখরুলের জবানবন্দি

হেফাজতে ইসলাম নেতা মুফতি ফখরুল ইসলাম দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
সোমবার (১৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত তার জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ‘২০১৩ সালের পল্টন থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চলাকালীন ফখরুল ইসলামকে আদালতে হাজির করেন। একই সঙ্গে তিনি জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাকে কারাগারে পাঠানো আদেশ দেন। ’
১৫ এপ্রিল মুফতি ফখরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ১৪ এপ্রিল সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম ঢাকা পোস্টকে মুফতি ফখরুল ইসলামের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে- জবাবে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি হেফাজতে ইসলাম আন্দোলনের নামে যে তাণ্ডব চালিয়েছে এসব ঘটনায় রাজধানীর একাধিক থানায় কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় মুফতি ফখরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।’
টিএইচ/আরএইচ