হেফাজতের কার্যক্রম নিয়ে উসকানিমূলক পোস্ট : এক ব্যক্তি রিমান্ডে

হেফাজতে ইসলামের কার্যক্রম নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে উসকানিমূলক বক্তব্য প্রচার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মো. নেয়ামতুল্লাহ নামের এক ব্যক্তির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ‘শনিবার রাজধানীর পল্টন থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মুহাম্মদ নুরুল্লাহ মামলায় সুষ্ঠু তদন্তের প্রয়োজনে নেয়ামতুল্লাহকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
মামলার অভিযোগে বলা হয়, ‘আসামি নেয়ামতুল্লাহ তার ‘পবিত্র সুর’ ফেসবুক আইডি থেকে পুলিশের ছবি ও চলমান হেফাজতের কার্যক্রম নিয়ে উসকানিমূলক বক্তব্য লিখে ভিডিওসহ পোস্ট করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ অস্থিতিশীল পরিস্থিতির করার লক্ষ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক মিথ্যা তথ্য সম্বলিত রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ন করার ও বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে, অপপ্রচার ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। যার ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।'
টিএইচ/জেডএস