১০ দিনে ভার্চুয়াল আদালতে ১৮৬৪৯ কারাবন্দির জামিন

করোনাভাইরাস পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানি নিয়ে ১০ কার্যদিবসে সারাদেশে ১৮ হাজার ৬৪৯ জন কারাবন্দি আসামিকে জামিনে মুক্তি দিয়েছেন নিম্ন আদালত। এর মধ্যে শিশু রয়েছে ২১১ জন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১০ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩৩ হাজার ৫২৩টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ১৮ হাজার ৬৪৯ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে শিশু ২১১ জন।
ভার্চুয়াল শুনানি নিয়ে গত ১২ এপ্রিল ১ হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল ৩ হাজার ২৫৯ জন, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০ জন, ১৮ এপ্রিল ১ হাজার ৮৪২ জন, ১৯ এপ্রিল ১ হাজার ৬৩৫ জন, ২০ এপ্রিল ১ হাজার ৫৭৬ জন, ২১ এপ্রিল ১ হাজার ৩৪৯ জন, ২২ এপ্রিল ১ হাজার ৫৯২ জন, ২৫ এপ্রিল ১ হাজার ৮৩৯ জন ও ২৬ এপ্রিল ১ হাজার ৫৯৩ জন কারাবন্দি আসামিকে জামিন দেন নিম্ন আদালত।
গত ১২ এপ্রিল (সোমবার) থেকে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি হচ্ছে।
এমএইচডি/এসএসএইচ