দুর্নীতি মামলায় কারাগারে চট্টগ্রাম ডিসি অফিসের সার্ভেয়ার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার (এলএ) সাবেক সার্ভেয়ার মো. সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী তছলিম উদ্দিন ২০১৯ সালের ৭ নভেম্বর নগরের চিটাগাং শপিং কমপ্লেক্সে নজরুলের স্ত্রীর মালিকানাধীন দোকানে ধরা পড়ে। ওই সময় নজরুলের কাছে পাওয়া যায় ঘুষের নগদ ৮ লাখ ৭ হাজার টাকা ও ঘুষ বাবদ বিভিন্ন জমির মালিকের কাছ থেকে নেওয়া ৯১ লাখ ৮৩ হাজার টাকার চেক। এ ঘটনায় দুদক মামলা করে। ধরা পড়ার পর নজরুল ও তছলিমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে নজরুল ও তছলিম ছাড়াও এলএ শাখার সাবেক সার্ভেয়ার মো. সেলিম, দালাল নাসির আহমেদ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) নগরের মুরাদপুর শাখার সাবেক ব্যবস্থাপক (অপারেশন) ইব্রাহিম মিয়াকে আসামি করা হয়।
আদালতের বেঞ্চ সহকারী শাহেদ কবির জানান, দুদকের মামলার আসামি সেলিম হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে মামলার ধার্য (আজ বুধবার) দিনে আসামি হাজির হয়ে জামিনের আবেদন করে। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এমআর/এসএম