রংপুরে নারীকে কুপিয়ে হত্যায় আসামির মৃত্যুদণ্ড

রংপুর জেলা প্রশাসকের দপ্তরের সাবেক অডিট কর্মকর্তা আরজুমান বানু মিনু (৬৫) হত্যা মামলার আসামি আরমান হোসেনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় প্রদান করেন। আসামিকে কঠোর পুলিশি পাহারায় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৯ মে নগরীর মুলাটোল এলাকার বাসায় আঞ্জুমান বানুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহত আঞ্জুমান বানুর জামাই এনায়েত হোসেন বাদী হয়ে মহানগর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তকালে আসামি আরমানকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আরমান।
দীর্ঘ পাঁচ বছর মামলা চলাকালীন ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বৃহস্পতিবার এ রায় প্রদান করে আদালত। রায়ে মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাদী বেলাল সন্তুষ্টি প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৯ মে মঙ্গলবার সকালে নগরীর মুলাটোল হকের গলি এলাকার নিজ বাড়ি থেকে আরজুমান বান মিনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আরজুমান বানু মিনু ওই এলাকার মমদেল হোসেনের স্ত্রী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের অডিট অফিসার হিসেবে চাকরি থেকে অবসর নেন। একমাত্র মেয়ের বিয়ের পর দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে নিঃসঙ্গ জীবনযাপন করতেন।
ফরহাদুজ্জামান ফারুক/এমএ