বিচার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা

ব্রাজিলে সফররত বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধান বিচারপতি অন্তনিয়ো হারম্যান বেনজামিন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ব্রাজিলের রাজধানীতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, সফরের অংশ হিসেবে প্রধান বিচারপতি আগের দিন ব্রাজিলের জাতীয় হাইকোর্ট পরিদর্শন করেন। এ সময় দুই দেশের প্রধান বিচারপতি বিচার বিভাগীয় সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তি ব্যবহারের বিষয়ে মতবিনিময় করেন।
বৈঠকে বিশেষভাবে আলোচনায় আসে বিচার প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনা। উভয় বিচারপতি একমত হন, এআইয়ের কার্যকর প্রয়োগ মামলার দ্রুত নিষ্পত্তি, স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন ব্রাজিলের প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতিরা বলেন, ডিজিটাল রূপান্তর বিচার ব্যবস্থায় গভীর প্রভাব রাখছে। ই-ফাইলিং, ডিজিটাল কেস ম্যানেজমেন্ট, ভিডিও কনফারেন্সিং ও অনলাইন বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ব্রাজিলের অভিজ্ঞতা বাংলাদেশকে সহায়তা করতে পারে।
ছাড়া, ব্রাজিলের বিচার ব্যবস্থায় নাগরিকের অভিযোগ নিষ্পত্তির জন্য বিচারিক ন্যায়পাল (জুডিশিয়াল অম্বাডসম্যান) ব্যবস্থা রয়েছে। বাংলাদেশেও অনুরূপ অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা চালুর সম্ভাবনা নিয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।
এমএইচডি/এআইএস