ঢাকা মহানগর পিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ৪টা ১৫ মিনিটের দিকে অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অফিসের পাশেই নির্মাণাধীন একটি ভবনের ৫ বা ৬ তলা থেকে ককটেল ছোড়া হয়েছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আমি কার্যালয়ে মামলার বিষয়ে কাজ করছিলাম। হঠাৎ ককটেল বিস্ফোরণের মতো প্রচণ্ড শব্দ শুনতে পাই। আমার মনে হয়, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ তদন্ত করছে, এ বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা নেবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে পটকা ফুটানো হয়েছে।
এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। তারা বিক্ষোভ মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন।
এনআর/এমজে