ফিলিপাইনে আন্তর্জাতিক সম্মেলনে বিচারপতি আহমেদ সোহেল

ফিলিপাইনের মানিলা শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিচারিক সততা’ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে তিনি থাই এয়ারওয়েজের একটি বিমানে ফিলিপাইনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ২০ ও ২১ নভেম্বর আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে বিচারপতি আহমেদ সোহেলকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সম্মেলনে আপনার অংশগ্রহণ বিশেষভাবে মূল্যবান, কারণ আপনি বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা শক্তিশালী করার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। বিশেষ করে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দেওয়া ঐতিহাসিক রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টকে নিম্ন আদালতের ওপর পূর্ণ সাংবিধানিক ক্ষমতা পুনরুদ্ধার করেছেন। এই গুরুত্বপূর্ণ রায়, যা সংবিধানের মূল অনুচ্ছেদ ১১৬ পুনঃস্থাপন করেছে, বিচারিক স্বায়ত্তশাসনের প্রতি নীতিগত প্রতিশ্রুতি প্রদর্শন করে, যা এই সম্মেলনে অঞ্চল জুড়ে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে।
মাদকদ্রব্য ও অপরাধ বিষয়ক জাতিসংঘ কার্যালয় দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক অফিস, মানবাধিকারের জাতিসংঘ হাই কমিশনারের দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিস এবং ফিলিপাইনের সুপ্রিম কোর্ট যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রধান বিচারপতি ও সিনিয়র বিচারপতিরা অংশ নেবেন এবং বিচারিক সততার গুরুত্ব, সাংবিধানিক শাসন, মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তি হিসেবে এর গুরুত্ব নিয়ে বিশেষ পরামর্শ ও আলোচনা করবেন।
এমএইচডি/এমএন