রায়ে অখুশি, আপিলের ঘোষণা খুরশীদের আইনজীবীর

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের একটি মামলায় কারাবন্দি রাজউকের সাবেক কর্মকর্তা খুরশীদ আলমকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে এ রায়ে অসন্তোষ জানিয়েছেন তার আইনজীবী শাহীনুর রহমান। একইসঙ্গে আপিলের ঘোষণা দিয়েছেন।
সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর রায়ের পর এক প্রতিক্রিয়ায় এ কথা জানান এই আইনজীবী। এ মামলায় শেখ রেহানা, শেখ হাসিনা ও টিউলিপসহ ১৭ আসামিকে পৃথক কারাদণ্ড দেন মো. রবিউল আলমের আদালত।
আইনজীবী শাহীনুর বলেন, গত ২৭ নভেম্বর একই ধরনের অভিযোগে তিনটি মামলায় আমার মক্কেলকে (খুরশীদ আলম) এক বছর করে দণ্ড দেওয়া হয়েছিল। প্রায় একই ধরনের এ মামলায় দেওয়া হয়েছে পাঁচ বছর। সাজা আগের মতোই হবে বলে আমার আশা ছিল। কিন্তু আজকের রায়ে আমি অসন্তুষ্ট। আমরা অবশ্যই আপিল করব।
এদিন সকালে কারাগার থেকে কড়া নিরাপত্তায় খুরশীদ আলমকে আদালতে হাজির করে পুলিশ। রায় ঘোষণার সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি। পরে তাকে ফের কারাগারে নেওয়া হয়।
এমআরআর/এমজে