শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাজধানীর একটি আবাসিক এলাকায় প্রাইভেটকার চালানোর সময় মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে পাবনা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকার আইনজীবীরা।
রোববার (৪ জানুয়ারি) ঢাকা আইনজীবী সমিতির সামনে 'সচেতন আইনজীবী সমাজ' ব্যানারে এ মানববন্ধন আয়োজন করেন আইনজীবীরা।
মানববন্ধনে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত আইনজীবীরা নাঈম কিবরিয়া হত্যার তীব্র নিন্দা ও দৃশ্যমান বিচারের দাবি জানান।
আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, আইনজীবী নাঈম কিবরিয়া হত্যার কয়েকদিন হয়ে গেল, কিন্তু এখনো একজনকেও গ্রেপ্তার করা হয়নি। এটা ২৪-এর অভ্যুত্থানের সঙ্গে সাংঘর্ষিক। আমরা জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে এমন বাংলাদেশ চেয়েছি যেখানে সবার সমান অধিকার নিশ্চিত হবে। সবাই সঠিক বিচার পাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এখন পত্রিকার পাতা খুললেই প্রত্যেকদিন বাংলাদেশের কোথাও না কোথাও হত্যাকাণ্ড হচ্ছে। এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার কাছে।
মানববন্ধনে উপস্থিত আইনজীবীরা জানান, আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি আইনজীবীদের জন্য সুস্পষ্ট আইন করে সুষ্ঠু তদন্ত এবং বিচার ও আইনি প্রক্রিয়া চালু করতে হবে। এছাড়াও বাংলাদেশের প্রতিটি হত্যার বিচার করতে হবে।
মানববন্ধনে অ্যাডভোকেট পারভীন বলেন, নাঈম কিবরিয়া আমাদের ভাই। তার হত্যার বিচার চাই। এছাড়াও বাংলাদেশের সা হত্যার দ্রুত বিচার দাবি করছি।
গত ৩১ ডিসেম্বর রাতে রাজধানীর একটি আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত এ আইনজীবীর খালাতো ভাই রফিকুল ইসলাম বলেন, নাঈম মব সন্ত্রাসের শিকার হয়েছেন। তিনি যে প্রাইভেটকারটি চালাচ্ছিলেন সেটিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। নাঈম তার এক বন্ধুর প্রাইভেটকার নিয়ে বের হয়েছিলেন।
নিহত নাঈম কিবরিয়া পাবনা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন। ১০ দিন আগে তিনি পাবনা থেকে ঢাকায় আসেন হাইকোর্ট থেকে জামিন নেওয়ার জন্য। কারণ তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। ঢাকায় এসে পূর্বাচলে তার খালাতো ভাই রফিকুলের বাসায় ওঠেন তিনি।
এনআর/জেডএস