প্রার্থিতা ফিরে পেতে সুপ্রিম কোর্টের সামনে স্বতন্ত্র প্রার্থীর মানববন্ধন

জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্র ১ শতাংশ ভোটারের স্বাক্ষর থাকার বিধান বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধন করেছেন দিনাজপুরের বাসিন্দা মো. আবদুল্লাহ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে তিনি একক মানববন্ধন করেন।
মো. আবদুল্লাহ বলেন, মৌলিক অধিকার ফেরতের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে এসেছি। সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে স্বতন্ত্র প্রার্থীর কন্ঠরোধকারী এক শতাংশ (১%) ভোটারের সমর্থন একটি ফ্যাসিবাদী আইন। ২০১১ সালে সংশোধিত এই ফ্যাসিবাদী আইনের বিলোপ চাই। বাতিল হওয়া সব স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা ফেরত চাই। শুধু ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকার কারণে প্রার্থিতা বাতিল হওয়া মেনে নেওয়া যায় না। এই বিধান বাতিলের জন্য উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করছি।
তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক। কিন্তু ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এমএইচডি/এমএন