পিপলস ব্যাংকের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ৩৪ ব্যাংক হিসাব ফ্রিজ

দুর্নীতির অভিযোগের মুখে থাকা প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেম ও তার স্ত্রী স্বপ্না কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে আবুল কাশেম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৩৪টি ব্যাংক হিসাব জব্দের (ফ্রিজ) নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে দুদকের পক্ষে আবেদন দুটি করেন সংস্থাটির সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ। আবেদনে বলা হয়েছে, আবুল কাশেমের বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং পরে তা পুনরায় ব্যাংকিং চ্যানেলে এনে বৈধ করার অভিযোগ রয়েছে। মানিলন্ডারিং আইনে এই অভিযোগের অনুসন্ধান বর্তমানে চলমান।
দুদক জানিয়েছে, অনুসন্ধান চলাকালে তথ্য পাওয়া গেছে যে আবুল কাশেম সস্ত্রীক যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তাকে জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের স্বার্থে তার বিদেশ গমন রোধ এবং ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। দুদক মনে করছে, আসামিরা দেশত্যাগ করলে অভিযোগের সুষ্ঠু প্রমাণ জোগাড় করা দুরূহ হয়ে পড়বে।
এনআর/বিআরইউ