কদমতলীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুজন রিমান্ডে

রাজধানী কদমতলী এলাকায় পোশাক কারখানার শ্রমিককে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামিকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন : মেহেদী ও সোহাগ হোসেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, বৃহস্পতিবার কদমতলী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সজীব দে আসামিদের আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে প্রত্যেককে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত ২৭ জুলাই বিকেলে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণ করা হয়। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ওই গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
টিএইচ/এসকেডি