আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা ৩১ আগস্ট

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ আগস্ট ২০২১, ০৮:৪১ পিএম


আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা ৩১ আগস্ট

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ৩১ আগস্ট শুরু হবে।

বুধবার (২৫ আগস্ট) বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

গত ২৫ জুলাই বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু 
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারের জারি করা বিধিনিষেধের কারণে তা স্থগিত করা হয়।

গত ১ জুলাই এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করে। এর আগে ২৯ মে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

গত বছরের ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৩৫ জন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা এবার মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এমএইচডি/জেডএস

Link copied