নিহতদের পরিবারের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ ডিসেম্বর ২০২১, ০১:১০ পিএম


নিহতদের পরিবারের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ৫০ লাখ এবং গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে রিটে বিচার বিভাগীয় তদন্তের জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামের লঞ্চটিতে আগুন লাগে। লঞ্চটি তখন ঝালকাঠি শহরের কাছাকাছি সুগন্ধা নদীতে ছিল। দ্রুতই আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে।

শীতের রাতে লঞ্চের বেশির ভাগ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন। তিন ঘণ্টার আগুনে পুড়ে মারা গেছেন লঞ্চের অন্তত ৩৯ জন যাত্রী। আর প্রাণ বাঁচাতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন যারা, তাদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আগুনে পোড়া লঞ্চটিতে প্রায় ৮০০ যাত্রী ছিলেন বলে দাবি করেছেন বেঁচে ফেরা যাত্রীরা।

এমএইচডি/আরএইচ/জেএস

টাইমলাইন

Link copied