বিমান বা লিফটে উঠলে কেন কানে তালা লাগে জানেন?
আপনার কি কখনো বিমান বা লিফটে ওঠার সময় কানে তালা লাগার মতো অনুভূতি হয়েছে? এটি একটি সাধারণ ঘটনা, যা কানের ভেতরের চাপের পার্থক্যের কারণে ঘটে থাকে। চলুন জেনে নিই কেন এমন হয় এবং এর থেকে মুক্তির উপায় কী।
মানুষের কানের তিনটি অংশ রয়েছে— বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। মধ্যখানের অংশে হাওয়া ভরা থাকে। সেটির সঙ্গে সংযুক্ত থাকে নাকের পেছনের অংশ। সংযোগের কাজটি করে ইউস্টেশিয়ান টিউব। আর সেটি বন্ধ হয়ে গেলেই কান বন্ধ হয়ে যাওয়ার অনুভূতিটি হয়। এই টিউবটি কানের ভেতরের বায়ুচাপকে শরীরের বাইরের বায়ুচাপের মতো এক রাখতে সাহায্য করে।
আরও পড়ুন
বিমানে বা লম্বা লিফটে ওপরে ওঠার সময়ে বা নিচে নামার সময়ে চারপাশের বায়ুচাপ দ্রুত পরিবর্তিত হতে থাকে। ইউস্টেশিয়ান টিউব ঠিক মতো খুলতে পারে না। সে সময়ে বাতাস মধ্যকর্ণের ভেতরে বা বাইরে যেতে পারে না। এর ফলে শরীরের ভিতরে আর বাইরে ভিন্ন ভিন্ন বায়ুচাপ তৈরি হয়। এই কারণেই কানে চিঁ বা কটকট আওয়াজ হয় অথবা বন্ধ হয়ে যায়। ঠান্ডা লাগলেও বা অ্যালার্জি হলেও এই টিউবে সমস্যা দেখা দেয়। ফুলে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে চাপের তারতাম্য ঘটতে থাকে।
কানে তালা লাগলে যেভাবে মুক্তি পাবেন
• বারবার ঢোঁক গিলতে হবে বা জোর করে হাই তুলবে হবে অথবা চিউইংগাম চিবোতে হবে। এগুলি ইউস্টেশিয়ান টিউব খুলতে সাহায্য করে।
• ভালসালভা ম্যানুভার (Valsalva maneuver) অভ্যাস করতে পারেন। বুক ভরে নিঃশ্বাস নিয়ে নাক-মুখ বন্ধ করে ফেলুন। বেলুনের মতো ফুলিয়ে রাখুন। এর পর ধীরে ধীরে আলতো করে ফুঁ দিয়ে দিয়ে হাওয়া বার করুন।
• নাকের স্প্রে ব্যবহার করলে বন্ধ নাকের ভেতরে বাতাস চলাচল করতে পারে।
এমএ
