বিশ্বখ্যাত ব্র্যান্ডের আইওয়্যার হাউস ‘নাজার’
দেশের আইওয়্যার বাজারে আন্তর্জাতিক মানের পণ্য ও সেবার নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে ‘নাজার’। বিশ্বখ্যাত ব্র্যান্ডের চশমা এক ছাদের নিচে সরবরাহের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি এবং বিশ্বমানের আইওয়্যার অভিজ্ঞতা।
বিশ্বের অন্যতম শীর্ষ আইওয়্যার গ্রুপ এজিলর লাক্সোটিকা–র অংশীদারিত্বে নাজারের কার্যক্রম শুরু হওয়ায় প্রতিষ্ঠানটির পণ্যের মান ও প্রযুক্তিগত সক্ষমতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখানে পাওয়া যাচ্ছে এজিলরের উন্নত প্রযুক্তির অপটিক্যাল লেন্স। যা চোখের সুরক্ষা ও আরামের দিক থেকে অত্যাধুনিক, পাশাপাশি লাক্সোটিকার প্রিমিয়াম ফ্রেম। যা ফ্যাশন ও স্থায়িত্বের সমন্বয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়।
নাজারে নারী, পুরুষ ও শিশু— সব বয়সী গ্রাহকের জন্য রয়েছে বৈচিত্র্যময় ডিজাইনের চশমা। এর মধ্যে রয়েছে দৈনন্দিন ব্যবহারের পাওয়ার চশমা, স্টাইলিশ রোদচশমা (সানগ্লাস), লাক্সারি ফ্যাশন ফ্রেম এবং প্রয়োজনীয় আইওয়্যার আনুষঙ্গিক পণ্য। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চোখের পাওয়ার পরীক্ষার সুবিধা থাকায় গ্রাহকরা একই জায়গায় প্রয়োজনীয় সব সেবা পাচ্ছেন।
এক ছাদের নিচে নাজারে পাওয়া যাচ্ছে ১৩টি আন্তর্জাতিক আইওয়্যার ব্র্যান্ডের চশমা। এসব ব্র্যান্ডের মধ্যে রয়েছে— Oakley, Oliver Peoples, Ray-Ban, Vogue, Giorgio Armani, Burberry, Coach, Dolce & Gabbana, Emporio Armani, Michael Kors, Prada, Tiffany & Co. এবং Versace। ভবিষ্যতে গ্রাহকদের চাহিদা ও ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে আরও আন্তর্জাতিক ব্র্যান্ড যুক্ত করার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
নাজারের লক্ষ্য শুধু ফ্যাশন-সচেতন গ্রাহকদের আকৃষ্ট করা নয়; বরং চোখের যত্ন সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মানসম্মত আইওয়্যার ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করাও প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য। সঠিক লেন্স ও মানসম্মত ফ্রেম ব্যবহারের মাধ্যমে চোখের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করাকে নাজার গুরুত্বের সঙ্গে দেখছে।
গত ১৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নাজার ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে রাজধানীর উত্তরা ও গুলশানে দুটি আউটলেট চালু করা হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা এবং দেশের বিভিন্ন বিভাগীয় শহরে আউটলেট সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
