গুঞ্জনের অবসান, নতুন রূপে ফিরলো পন্ডস সুপার লাইট জেল
কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ঘুরছিল। সবার প্রিয় পন্ডস সুপার লাইট জেল নাকি বাজার থেকে হারিয়ে যাচ্ছে। নিয়মিত ব্যবহারকারীদের অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। প্রতিদিনের ত্বকের যত্নে যারা এই জেলের ওপর ভরসা করতেন, তারা বিকল্প ভাবতে শুরু করেছিলেন। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালো পন্ডস।
সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ব্র্যান্ডটি জানায়, জনপ্রিয় এই পণ্য কোথাও হারায়নি। বরং নতুন ও উন্নত ফর্মুলা নিয়ে আবারও বাজারে এসেছে। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয় নতুন পন্ডস সুপার লাইট জেল এবং পন্ডস লাইট ময়েশ্চারাইজার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শতাধিক কনটেন্ট নির্মাতা, ভ্লগাররা। পুরো আয়োজনটি ছিল উচ্ছ্বাস আর চমকে ভরা। উপস্থিত অতিথিরা নতুন পণ্য হাতে নিয়ে সরাসরি ব্যবহার করার সুযোগও পান।
কেন হঠাৎ বাজারে পাওয়া যাচ্ছিল না?
ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, আগের সংস্করণ সাময়িকভাবে সরানো হয়েছিল। কারণ, পণ্যের ফর্মুলা আরও উন্নত করার কাজ চলছিল। ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতেই এই পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ, পুরোনো প্যাকের বিদায় ছিল নতুন সংস্করণকে স্বাগত জানানোর প্রস্তুতি।
নতুন ফর্মুলায় কী আছে?
নতুন পন্ডস সুপার লাইট জেলে যুক্ত হয়েছে সেরাহায়ামিনো নামের একটি বিশেষ উপাদান। এটি ত্বকে খুব দ্রুত শোষিত হয়। ত্বকের সুরক্ষা স্তর বা স্কিন ব্যারিয়ারকে ভেতর থেকে শক্তিশালী করতে সহায়তা করে।
এই জেল ব্যবহার করলে ত্বকে কোনো চটচটে ভাব থাকে না। বরং হালকা অনুভূতি দেয়। দীর্ঘ সময় ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে। গরম ও আর্দ্র আবহাওয়ায় ত্বক দ্রুত ঘেমে যায়। ভারী ক্রিম অনেক সময় অস্বস্তি তৈরি করে। সে তুলনায় এই হালকা জেল স্বস্তি দিতে পারে বলে জানায় প্রতিষ্ঠানটি।

নতুন লাইট ময়েশ্চারাইজারও একইভাবে হালকা টেক্সচারের। যারা জেলের বদলে ক্রিম ধরনের কিছু পছন্দ করেন, তাদের জন্য এটি উপযোগী বিকল্প হিসেবে আনা হয়েছে।
ব্যবহারকারীদের অভিজ্ঞতা
অনুষ্ঠানে নতুন পণ্য ব্যবহার করে অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। শিক্ষার্থী নুসরাত তাবাসসুম বলেন, “আমি প্রতিদিন সকালে মেকআপের আগে পন্ডস সুপার লাইট জেল ব্যবহার করি। নতুনটা আগের চেয়েও দ্রুত ত্বকে মিশে যায়। গরমেও মুখ ভারী লাগে না।”
বেসরকারি চাকরিজীবী সাবিহা রহমান বলেন, “অফিসে দীর্ঘ সময় থাকতে হয়। আগে মাঝে মাঝে ত্বক শুষ্ক লাগতো। নতুন জেল ব্যবহার করার পর ত্বক অনেকক্ষণ নরম থাকে। কোনো তৈলাক্ত ভাবও পাই না।”
কনটেন্ট নির্মাতা মাহিরা ইসলাম বলেন, “ক্যামেরার সামনে থাকতে হয় বলে ত্বক সতেজ রাখা জরুরি। এই জেল ব্যবহার করলে ত্বক হালকা ও ফ্রেশ দেখায়। আমি খুশি যে প্রিয় প্রোডাক্টটা নতুনভাবে ফিরে এসেছে।”
এখন কোথায় পাওয়া যাবে?
পন্ডস জানায়, নতুন প্যাকের সুপার লাইট জেল ও লাইট ময়েশ্চারাইজার ইতোমধ্যে দেশের বিভিন্ন সুপার শপ ও প্রসাধনীর দোকানে সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে সব জায়গায় এটি পাওয়া যাবে।
সব মিলিয়ে, এটি শুধু একটি পণ্যের ফিরে আসা নয়। বরং ব্যবহারকারীদের চাহিদা ও অভ্যাসকে গুরুত্ব দিয়ে নতুনভাবে ফিরে আসার গল্প। হালকা অনুভূতি, দ্রুত শোষণ এবং দীর্ঘস্থায়ী আর্দ্রতা—এই তিন বৈশিষ্ট্যেই নতুন পন্ডস সুপার লাইট জেল আবারও জায়গা করে নিতে চায় ত্বক পরিচর্যার তালিকায়।
