বইমেলায় জুঁইয়ের প্রথম গল্পগ্রন্থ ‘তবুও বৃষ্টি নামে’
অমর একুশে বইমেলায় এসেছে নূরুন নাহার জুঁইয়ের প্রথম গল্পগ্রন্থ ‘তবুও বৃষ্টি নামে’।
বইটি প্রকাশ করেছে আজব প্রকাশ। লেখিকার প্রথম গল্পগ্রন্থ এটি। ২০১০ থেকে ২০১২ সময়কালে এগুলো লেখা। সমকালীন এসব লেখা পাঠক সমাদৃত হবে বলেই মনে করেন তিনি।
ব্রিটিশ ঔপন্যাসিক জোজো ময়েজের লেখার অনুবাদের কাজ করছেন তিনি। এর পাশাপাশি লেখালেখিও চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন জুঁই।
এইউএ/এমএইচএস