কবি আল মাহমুদের জন্মদিন আজ
আজ ১১ জুলাই, ‘সোনালি কাবিন’ খ্যাত কবি আল মাহমুদের ৮৭তম জন্মদিন। ১৯৩৬ সালের আজকের এই দিনে ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করেন তিনি।
আল মাহমুদের বাবা মীর আবদুর রব ও মা রওশন আরা মীর। তার স্ত্রী সৈয়দা নাদিরা বেগম। পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক তিনি। কবিতা লিখে পেয়েছেন মানুষের ভালোবাসা, খ্যাতি ও সম্মাননা।
আধুনিক কবিরা যখন পাশ্চাত্যের প্রভাবে নাগরিক, নৈর্ব্যক্তিক ও খানিক নিরাশাবাদিতার দ্বারা প্রভাবিত, ঠিক তখনই আল মাহমুদ দেশজাত, মানবিকতা, সাম্যবাদ ও এতে লগ্ন থাকার আকুতি জানিয়েছিলেন তার কবিতায়। যা বাংলার পাঠক সাদরে গ্রহণ করেছিলেন।
আল মাহমুদের কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’ সমকালীন বাংলা কবিতার একটি বাঁকের নাম। বলা হয়ে থাকে, তিনি যদি শুধু এই একটিমাত্র কাব্যগ্রন্থ রেখে যেতেন, তাতেও বাংলা কবিতার রাজ্যের অধীশ্বর হয়ে থাকতেন। কবি হিসেবে পরিচিত হলেও আল মাহমুদ একাধারে ছিলেন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্পকার, শিশুসাহিত্যিক ও সাংবাদিক।
২০১৯ সালে ১৫ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। শুধু কবিতা নয়, অনন্য সব গল্প-গদ্যের অসাধারণ রূপকারও আল মাহমুদ।
এমএইচএস