বইমেলায় গাজী তৌহিদুল ইসলামের উপন্যাস ‘আদাভান’
বইমেলায় পাওয়া যাচ্ছে গাজী তৌহিদুল ইসলাম সিজারের উপন্যাস ‘আদাভান’। গাজী তৌহিদুল ইসলাম সিজার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।
রোববার (৫ ফেব্রুয়ারি) তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপন্যাস ‘আদাভান’ এর বিষয়ে জানান। তিনি গোপালগঞ্জের আড়পাড়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে শিক্ষাজীবন শেষ করেন।
এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, নিজেকে কথাসাহিত্যের অতি পরিচিত একটি কাল্পনিক চরিত্রকে মনেপ্রাণে আধ্যাত্মিক গুরু বিশ্বাস করে। তার ধারণা তার কাজকর্মেও প্রচুর মিল রয়েছে গুরুর সঙ্গে। মিল রয়েছে পোশাক পরিচ্ছদ এবং চলাফেরায়। মানুষের ধারণা তার রয়েছে আধ্যাত্মিক ক্ষমতা। তাকে কেন্দ্র করে ঘটতে থাকে বিভিন্ন রকম চমকপ্রদ ঘটনা। পাশাপাশি উঠে এসেছে সমাজের বিভিন্ন অসঙ্গতি ও প্রতিবাদ; ইতিহাস ঐতিহ্য। রয়েছে প্রেম ভালোবাসা ও টানাপোড়েন।
এই উপন্যাসের ষষ্ঠভাগে বঙ্গবন্ধু সম্পর্কীত বর্ণনায় চরিত্র মৌলভী শেখ আবদুল হালিম, আশরাফ মোল্লা, এবং মেজর ব্যতীত সমগ্র উপন্যাসের অন্যান্য সব চরিত্র কাল্পনিক। তারপর যদি কোনো ব্যক্তি বা ঘটনার সঙ্গে কোথাও কোনও মিল পাওয়া যায় সেটা সম্পূর্ণ কাকতালীয়। এ বিষয়ে কোনও অভিযোগ বা কাউকে দায়ী না করার জন্য অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি কিছু ঐতিহাসিক ঘটনা ও স্থাপত্যের বর্ণনায় ষষ্ঠভাগে আজম শাহ, পরীবিবি, শায়েস্তা খান, আওরঙ্গজেব; নবমভাগে নবাব আহসানউল্লাহ, শাহবাগের বাগানবাড়ি, মধুর ক্যান্টিন, ঢাকা গেট, সম্রাট আওরঙ্গজেব, বাদশাহী বাগান ও মীর জুমলার নাম ব্যবহৃত হয়েছে।
এসআর/এসএম