ঢাবি অধ্যাপকের ‘পূর্ব বাংলার আর্থ-সামাজিক জীবন ও মুক্তিযুদ্ধ’
অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুর রহিমের বই ‘পূর্ব বাংলার আর্থ-সামাজিক জীবন ও মুক্তিযুদ্ধ ১৯৪৭-১৯৭১।’ বইটি প্রকাশ করেছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।
বইয়ের মুখবন্ধ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ড. আখতারুজ্জামান। বইটির মূল্য ৩৫০ টাকা এবং এর পৃষ্ঠা সংখ্যা ২৯৮। বইটি সংগ্রহ করা যাবে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ৭৬৪ ও ৭৬৫ নং স্টল থেকে।
ড. আব্দুর রহিম বইটিতে ১৯৪৭ সালের দেশভাগ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত আলোচনা করেছেন। বিশেষ করে পূর্ববাংলার তৎকালীন আর্থ-সামাজিক অবস্থা তুলে ধরতে গিয়ে লেখক বইটিতে প্রাসঙ্গিক পুরোনো ইতিহাস টেনে এনেছেন। বইটির অনুসন্ধানের মূল বিষয় ছিল পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব বাংলার বিরোধের কারণ রাজনৈতিক মতপার্থক্য, অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক ভিন্নতা, পৃথক নৃতাত্ত্বিক পরিচয় নাকি এসব কিছুর সমন্বয়।
ড. আবদুর রহিম বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাবেক সেক্রেটারি। তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন।
ড. আবদুর রহিম বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। একইসঙ্গে অধ্যাপক ড. আবদুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে ঢাবির ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট হিসেবে কর্মরত।
বই সম্পর্কে ড. আব্দুর রহিম বলেন, বইটি আমার দীর্ঘদিনের সাধনার ফসল। এই বইতে আমি মুক্তিযুদ্ধ সম্পর্কিত অনেক অজানা তথ্য যুক্ত করার চেষ্টা করেছি যাতে পাঠক মহল সঠিক রস আস্বাদন করতে পারেন। এ বইয়ে পূর্ব পাকিস্তান শব্দের বদলে পূর্ব বাংলা শব্দ ব্যবহার করার বিশদ ব্যাখ্যা প্রদান করা হয়েছে। আমি মনে করি, এটি দীর্ঘদিনের মতবিরোধ নিরসনে অবদান রাখবে। তাছাড়া এ বিষয়ে অনুসন্ধান করার জন্য ভবিষ্যৎ গবেষকদের জন্যও এটি পথ নির্দেশকের কাজ করবে।
এইচআর/এনএফ