হাবীব ইমনের বই ‘সমাজতন্ত্রে বঙ্গবন্ধুর প্রভাব’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘পুঁথিগত সমাজতন্ত্রে’ বিশ্বাসী না হলেও রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় শোষিত আর নিপীড়িত মানুষের সঙ্গে সখ্যের কারণে হয়ে উঠেছিলেন শ্রমিকদরদি। মৃত্যুর আগ পর্যন্ত এ কৃষক-শ্রমিকের কথা ভুলে যাননি, তাদেরই দিয়েছিলেন সবচেয়ে বেশি গুরুত্ব।
যার ধারাবাহিকতায় যে দলকে নিয়ে পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করেছিলেন, সেই আওয়ামী লীগকে বিলুপ্ত করতে দ্বিধাবোধ করেননি। গঠন করেছিলেন বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ।
তারও আগে, ১৯৭০-এর নির্বাচনের প্রাক্কালে দলের ম্যানিফেস্টোয় যুক্ত করেছিলেন ‘সমাজতন্ত্র’। এসব কর্মকাণ্ড বিবেচনায় কি বলায় যায়, বঙ্গবন্ধু সমাজতন্ত্রের প্রতি নিবেদিত ছিলেন? বাংলাদেশের রাজনীতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সমাজতন্ত্র বিষয়ক নতুন বই ‘সমাজতন্ত্রে বঙ্গবন্ধুর প্রভাব’। গ্রন্থটির রচয়িতা তরুণ লেখক ও সাংবাদিক হাবীব ইমন। বইটি প্রকাশ করেছে স্বপ্ন ৭১।
বইটিতে হাবীব ইমনের চারটি প্রবন্ধ রয়েছে। প্রবন্ধগুলো বিভিন্ন সময় দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। লেখক এ বইটিতে সমাজতন্ত্রের প্রতি বঙ্গবন্ধুর নানান প্রভাবের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। এটি লেখকের ত্রয়োদশতম বই।
হাবীব ইমন জাতীয় দৈনিকের সাময়িকীতে লিখলেও তার লেখালেখির ভিত তৈরি হয়েছে মূলত ছোট কাগজের মধ্য দিয়ে। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের একাধিক পত্রিকা ও ছোট কাগজে প্রকাশিত হয়েছে তার লেখা। দ্রোহকালের সাহিত্য কাগজ ‘স্পর্ধা সবসময়’-এর সম্পাদক তিনি। পেশাগত জীবনে ঢাকা মেইলের সহ সম্পাদক।
‘সমাজতন্ত্রে বঙ্গবন্ধুর প্রভাব’ বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। দাম রাখা হয়েছে ২০০ টাকা। বইটি পাওয়া যাবে বইমেলায় স্বপ্ন ৭১-এর ২৫২ নম্বর স্টলে।
/এসএসএইচ/