একুশে বইমেলায় মোহনা জাহ্নবীর উপন্যাস ‘বাঁধন বাড়ি’
অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে অধ্যয়ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে মোহনা জাহ্নবীর নতুন উপন্যাস ‘বাঁধন বাড়ি’। বইটির প্রচ্ছদ করেছেন সাদিতউজজমান। বইটির শুভেচ্ছা মূল্য ৩০০ টাকা। তাম্রলিপি প্রকাশনীর ২১ নম্বর প্যাভিলিয়ন এ পাওয়া যাচ্ছে বইটি।
আট ফর্মার এই উপন্যাসটিতে ফুটিয়ে তোলা হয়েছে জীবন, যাপন ও বাস্তবতার গল্প। এই উপন্যাসের গল্প যেন বহু মানুষের জীবনের গল্প। যে বাড়িটা একসময় পরিবারের সব সদস্যদের নিয়ে জাঁকজমকপূর্ণ থাকে, সে বাড়িটাই একদিন ম্লান হয়ে যায় সবার অনুপস্থিতিতে। জীবনের প্রয়োজনে সবাইকে ঘর ছেড়ে চলে যেতে হয় দূর দূরান্তরে। কিন্তু সেই ঘর কিংবা সেই বাড়ি কি ঐ মানুষগুলোর শূন্যতা অনুভব করে না? বাড়ির প্রতিটা কোণা, প্রতিটা আসবাবপত্রের সাথে মানুষের যেই সম্পর্ক তৈরি হয়, তা কি ঐ জড় পদার্থগুলোও অনুভব করতে পারে? এমনই অনেক সুখ বিষাদের গল্প তুলে ধরা হয়েছে বাঁধনবাড়িতে।
বইটির লেখিকা মোহনা জাহ্নবী শিল্পকলা থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছেন। ছোটবেলা থেকেই লেখার সাথে তার হৃদ্যতা। পড়াশোনা শেষে এখনও শুধু লেখার সাথেই নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে।
২০১৬ সালে তার প্রথম বই প্রকাশিত হয় ‘নিরন্তর নৈঃশব্দ্যে’ কাব্যগ্রন্থ। কয়েক বছর বিরতির পর ২০২০ সালে আসে তার দ্বিতীয় বই ‘শেষ ট্রেনে ঘরে ফিরবো না’ গল্পগ্রন্থ। ২০২১ এ প্রকাশিত হয় চিঠির বই ‘আমি পাল্টে নিয়েছি রিংটোন’। ২০২২ এ প্রকাশিত হয় উপন্যাস ‘Icu থেকে বলছি’। সর্বশেষ ২০২৩ এ তার দু'টো বই প্রকাশিত হয়।
বাংলাদেশ থেকে প্রকাশিত হয় উপন্যাস ‘বাঁধন বাড়ি’ এবং কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয় কাব্যগ্রন্থ ‘নক্ষত্র পতনের শোক’। ‘নক্ষত্র পতনের শোক’ বইটি প্রকাশ করেছে ‘অভিনব মন প্রকাশনী’ এবং বইটি পাওয়া যাবে কলকাতা আন্তর্জাতিক বইমেলার ৬১৮ নং স্টলে। এছাড়া ই-বুক প্ল্যাটফর্ম 'বইটই' তে তার আরো কিছু বই প্রকাশিত হয়েছে।
এনটি