বইমেলায় মাহবুবুর রহমান তুহিনের ‘কালের কথা’
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে জনপ্রিয় কবি, প্রাবন্ধিক ও শিল্প সমালোচক মাহবুবুর রহমান তুহিনের প্রবন্ধ সংকলন ‘কালের কথা’। বইটি প্রকাশ করেছে অনার্য প্রকাশনী।
‘কালের কথা’ বইটির প্রাবন্ধিকের শৈশব কেটেছে সমুদ্রস্নাত নোয়াখালীর বিস্তীর্ণ উপকূলে; সমুদ্রের বিশালতাকে আলিঙ্গন করার পাশাপাশি এর রুদ্র-রোষও প্রত্যক্ষ করেছেন। তাই চোখের আলোয় বাইরের পৃথিবী তার কাছে কেবল সুন্দর ও স্বপ্নময় নয়, ঝঞ্ঝাবিক্ষুদ্ধও বটে। কখনো যাপিত জীবনের সংকট; কখনো বা জীবন প্রবাহের বৈচিত্র্যময় যোজন-বিয়োজন তারই চিত্রায়ন এ গ্রন্থ।
আলোকিত আগামী বিনির্মাণ, বোধ ও উপলদ্ধির এক ইন্দ্রজাল এতে বোনা হয়েছে নিপুণ ও নিখুঁতভাবে। বইয়ের ভাষার ব্যবহার ও শব্দের গাঁথুনি অনুপম ও অনবদ্য। বক্তব্যের প্রাসঙ্গিকতা, ভাবের গভীরতা ও প্রকাশের ভিন্নতা গ্রন্থটিকে স্বতন্ত্র ও প্রাণবন্ত করে তুলেছে। প্রতিটি প্রবন্ধ পাঠকের মনে ও মননে নতুন চিন্তার উন্মেষ, বিকাশ ও বিস্তৃতি ঘটাবে।
বইটির প্রচ্ছদ এঁকেছেন রাহাত অনার্য। ১৯টি প্রবন্ধ নিয়ে বইটির মোট পৃষ্ঠা সংখ্যা ১১২টি। অমর একুশে বইমেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড়ে বইটি রকমারি ডট কম থেকেও সংগ্রহ করা যাবে। সরাসরি বইটি পেতে মেলার ৯২-৯৫ নম্বর স্টলে পাওয়া যাবে।
এমএম/এসএসএইচ/